উজিরপুরে পূর্ব যোগীরকান্দা ফোরকানিয়া মাদ্রাসা এর উদ্যোগে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত।
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ
শফিকুল ইসলাম শামীম উজিরপুর প্রতিনিধি :
বরিশালের উজিরপুর পূর্ব যোগিরকান্দা ফোরকানিয়া মাদ্রাসা ও ঈদগাহ্ এর উদ্যোগে ২১ ফেব্রুয়ারী রোজ রবিবার বাদ আছর তাফসীরুল কুরআন মাহফিল ও দোয়া অনুষ্ঠিত। অনুষ্ঠানে প্রধান বক্তা মাওলানা মোঃ শাহাদাত হোসেন বারী খতিব মালিকপুর ঐতিহাসিক পুরান কেন্দ্রীয় জামে মসজিদ নাটর সভাপতি বাংলাদেশ কুরআন গবেষণা পরিষদ নাটর। বিশেষ বক্তা হাফেজ মোঃ ফয়সাল আলম খতিব ও মোহতামীম পূর্ব যোগীরকান্দা ফরাজি বাড়ি জামে মসজিদ ও হাফিজি মাদ্রাসা। মাওলানা মোঃ আল-মামুন আরবি প্রভাষক যোগীরকান্দা আব্দুর রব ফাজিল মাদ্রাসা। সভাপতিত্ব করবেন জনাব মোঃ শামসুল হক মৃধা বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক সভাপতি পূর্বযোগীরকান্দা ফোরকানিয়া মাদ্রাসা ও ঈদগাহ্। মাহফিল পরাচালনা কমিটির পক্ষ থেকে ধর্ম প্রান মুসলিম ভাইদের দলে দলে যোগদান করার জন্য আহ্বান করা হলো।মাহফিল পরিচালনায় এসএম আলাউদ্দিন সাধারণ সম্পাদক পূর্ব যোগিরকান্দা ফোরকাবিয়া মাদ্রাসা ও ঈদগাহ্ কমিটি।