বরিশালে ৯ উপজেলায় ইউপি নির্বাচন ১১ এপ্রিল
|
![]() নিউজ ডেস্ক ।। ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে আগামী ১১ এপ্রিল দেশের ৩২৩ ইউপিতে ভোট করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে বুধবার কমিশন সভা শেষে এ তথ্য জানান ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার। এতে প্রথম ধাপে বরিশালের ৯ উপজেলায়ও ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সংশ্লিস্ট তথ্য মতে, বরিশাল সদর উপজেলার কাশিপুর, চরবাড়িয়া, জাগুয়া, টংগীবাড়িয়া, বাকেরগঞ্জের চরাদী, দুধল, দাড়িয়াল, ফরিদপুর, কবাই, নলুয়া, কলসকাঠী, গাড়ুড়িয়া, ভরপাশা, রঙ্গশ্রী, পাদ্রিশিবপুর, মুলাদীর নাজিরপুর, সফিপুর, গাছুয়া, চরকালেখা, মুলাদী সদর, কাজিরচর, মেহেন্দিগঞ্জের মেহেন্দিগঞ্জ সদর, ভাষানচর, উজিরপুরের সাতলা, জল্লা, ওটরা, শোলক, বোরাকোঠা, বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর, কেদারপুর দেহেরগতি, মাধবপাশা গৌরনদীর বাটারজোড়, সরিকল, হিজলার হরিনাথপূর, মেমানিয়া, গুয়াবাড়িয়া, বড়জালিয়া, বানাড়ীপাড়ার বিশালকান্দি, ইলুহার, চাখার, সলিয়াবাকপুর, বাইশারি, বানাড়ীপারা, উদয়কাঠি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
|