কই সামাজিক সংঘের আনুষ্ঠানিক পথযাত্রা শুরু
|
![]() শফিকুল ইসলাম শামীম উজিরপুর প্রতিনিধি :- সমাজের ছিন্নমূল অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানো, সার্বিক খোঁজখবর নেয়া এবং পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার ভিত্তিতে আর্থসামাজিক উন্নয়ন, নৈতিক পুনর্গঠন ও সুস্থ সাংস্কৃতিক পরিবর্তনের মাধ্যমে সমাজকে একটি শান্তির নীড়ে পরিণত করার লক্ষ্য নিয়ে কলারদোয়ানিয়া ইউনিয়নের একঝাঁক স্বাপ্নিক তরুণের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে ‘কলারদোয়ানিয়া ইউনিয়ন সামাজিক সংঘ (কইসাস)’। আজ ১৭ ফেব্রুয়ারি ২০২১, বুধবার পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নে বৈঠাকাটা বাজার কমিউনিটি হলে এক অনুষ্ঠানের মাধ্যমে কইসাস এর আনুষ্ঠানিক পথযাত্রার ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মুহাম্মাদ আইউব আলী স্যার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারদোয়ানিয়া ইউনিয়নের ০২নং ওয়ার্ডের ইউপি সদস্য ও শিক্ষাবিদ জনাব মুহাম্মাদ নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও ইসলামী ব্যাংক বাংলাদেশ বৈঠাকাটা আউটলেট শাখার এজেন্ট জনাব মুহাম্মাদ মিজানুর রহমান,বৈঠাকাটা প্রেসক্লাবের সভাপতি, একাত্তর টেলিভিশনের নাজিরপুর উপজেলা প্রতিনিধি শামসুল আরেফিন, বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মাদ মোস্তাফিজুর রহমান প্রমুখ। অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে কইসাস এর আনুষ্ঠানিক পথযাত্রা উপলক্ষে উদ্যোক্তাদের উচ্ছ্বসিত প্রশংসা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। কইসাস এর লক্ষ্য-উদ্দেশ্য ও কার্যক্রমের সাথে একাত্মতা পোষণ করে এর সার্বিক সহযোগিতার কথা ব্যক্ত করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কইসাস এর আহবায়ক মাহমুদুল হাসান, সহযোগী আহবায়ক এম এইচ রাকিব, ইয়াদুল ইসলাম, আশিকুজ্জামান, রকিবুল ইসলাম রিয়াজ, কামরুল ইসলাম নয়ন, শাহারিয়া পারভেজ জয় ও তানভীর আলম রিফাত। এসময় আরো উপস্থিত ছিলেন কইসাস এর স্বেচ্ছাসেবী নাইম আদনান, আবির হাসান সিয়াম, শাকিল, আমিনুল ইসলাম, মাহমুদ বিন রফিক, নাইমুল ইসলাম, মেহেদী হাসান, সিরাজ, ফয়সাল, হাসিব আল-হাবিবী, রাজু, মিরাজ, রাফসান, আজমীর, রাব্বি, জিহাদ প্রমুখ।
|