বাউফলে সংবাদকর্মীর ঘর চুরির মামলার গত কয়েক মাসেও মিলেনি সুরাহা
|
![]() সাইদুর রহমান বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি। পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় ২নং কালিশুরী ইউনিয়নের ১নং সিংহেরাকাঠী গ্রামের সিনিয়র সংবাদকর্মী মোঃ সিদ্দিকুর রহমান হাওলাদারের বসত ঘরে গত ২২/০৯/২০২০ ইং তারিখ গভীর রাতে আসবাপত্র সহ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়। সিদ্দিকুর রহমান হাওলাদার থানায় উপস্থিত হয়ে এজাহার করে, যার মামলা নং- ১৯/২০২০। দির্ঘকয়েকমাস অতিবাহিত হলেও আজ পর্যন্ত পুলিশ চুরির মামলাটির কোন ব্যবস্থা নিতে পারছে না। বাদীর সাথে আলাপ কালে জানায় ২০১৯ ইংরেজি সালে মাদক নিয়ে কয়েকটি সংবাদ প্রকাশ হয়।ঐ সময়ে কিছু লোক সংবাদকর্মী সিদ্দিকুর রহমানকে প্রাননাশের হুমকি দেয়। তিনি বাউফল থানায় এবং ঢাকা মিরপুর শাহ আলী থানায় পৃথক দুটি সাধারণ ডাইরি করেন। বাদীর ধারনা এ কারনেই হয়তো চুরির ঘটনা ঘটতে পারে। এ ছাড়া বাদীকে এখন ও বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে বলে জানায়। তদন্তকারী কর্মকর্তার সামনে কিছু লোক অশালীন ভাষায় বাদীকে নিয়ে মানহানিকর মন্তব্য করে বলে যানা জায়। এমতাবস্থায় বাদী নিরাপত্তাহীনতায় ভুগছে । বিষয়টি গুরুত্বের সাথে বাউফল থানা পুলিশ যাতে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহন করে তার জোর অনুরোধ জানাচ্ছে বাদী সিনিয়র ক্রাইম রিপোর্টার সিদ্দিকুর রহমান। |