বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি মেসে পরিবহন শ্রমিকদের হামলা
|
![]() নিউজ ডেস্কঃ শ্রমিকদের হামলার প্রতিবাদে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে রেখেছে ছাত্ররা। আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকাল থেকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে বন্ধ আছে যান চলাচল। এতে দেখা দিয়েছে তীব্র যানজট। হামলার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত সড়ক অবরোধ অব্যাহত থাকবে বলে জানান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এর আগে, নগরীর রুপাতলী হাউজিংয়ের একটি মেসে গতকাল (মঙ্গলবার) গভীর রাতে হামলা হয়। এতে আহত হন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১১ শিক্ষার্থী। তারা শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, মঙ্গলবার দুপুরে রুপাতলী বাস স্ট্যান্ডে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ছুরিকাঘাত ও ছাত্রীকে লঞ্ছিত করায় পরিবহন শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের জেরে রাতে তাদের ওপর হামলা চালানো হয়।
|