বেতাগীতে বিনামুল্যের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের জমি দখল করে দোকান নির্মাণের অভিযোগ
|
![]()
নিউজ ডেস্ক সরেজমিনে গিয়ে দেখা যায়,বরগুনা জেলার বেতাগী উপজেলার ৬নং কাজিরাবাদ ইউনিয়নের চাঁন্দখালি বাইপাসে বরগুনা বরিশাল মহাসড়কের পঞ্চিম পাশে তাজ পওয়ার লিমিটেডের পরিচালনায় চাঁন্দখালী মডেল মাদরাসা নামের একটি বিনামুল্যের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের জমি দখল করে দোকান নির্মাণ করে ব্যাক্তিগত ব্যাবসা প্রতিষ্ঠান চালাচ্ছে মোঃ শাহবুদ্দিন (মধু) নামের এক ব্যাক্তি। এ ঘটনায় জমিদাতা তাজ পওয়ার লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক এইচ এম মাসুম বিল্লাহ্ পিতা: মৃত: আঃ হাই অবৈধ ভাবে দোকান নির্মাণ একটি লিখিত অভিযোগ করেন চান্দখালী পুলিশ ক্যাম্প ও তদন্ত কেন্দ্র ইনচার্জ বরাবরে। এরই পরিপ্রেক্ষিতে চান্দখালী পুলিশ ক্যাম্প ও তদন্ত কেন্দ্র ইনচার্জ ইন্সপেক্টর নিরব হোসেন চাঁন্দখালী মডেল মাদরাসা নামের একটি বিনামুল্যের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের ভূমি থেকে দখলদারদের অবৈধ দোকান অপসারণের নির্দেশ এবং স্থানীয়ভাবে শালিশ মিমাংসার পরামর্শ দেন। কিন্তু ওই নির্দেশনার অনেকদিন পেরিয়ে গেলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি। স্থানীয় সূত্রে জানা যায়, চাঁন্দখালী মডেল মাদরাসা নামের একটি বিনামুল্যের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান যে জমিতে একই গ্রামের প্রভাবশালী সাহবুদ্দিন মধু মাদরাসা ভেঙ্গে দোকান নির্মাণ করেন এবং অবৈধভাবে দখল হওয়া মাদরাসার এসব জমি উদ্ধারের জন্য জমিদাতা এইচ এম মাসুম বিল্লাহ্ চান্দখালী পুলিশ ক্যাম্প ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ করে। এ বিষয়ে মাদরাসার পরিচালক এইচ এম মাসুম বিল্লাহ্ বলেনে আমি বিনামুল্যের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চালাই এবং বিনামুল্যে বই কেতাব দেই তাই আমার দাবি সে যতুটুকু জমি পাবে তা নিবে তাতে আমার মাদরাসা ভেঙ্গে কেন অবৈধভাবে দোকান নির্মাণ করলো আমি প্রশাসনের কাছে সুষ্ঠ বিচার চাই। অভিযুক্ত মো: শাহবুদ্দিন (মধু) বলেন, মাদরাসার জমি অবৈধভাবে দখল করিনি আমি আমার জমিতে দোকান উঠিয়েছি এবং মাসুম আমি উভয় আমরা এই জমির অংশিদার। |