কলাপাড়ায় চলছে পৌরসভা নির্বাচন, শেষ হাসি দেখার অপেক্ষায় পৌরবাসী।
|
![]()
মো. ওমর ফারুক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় ৪র্থ ধাপে চলছে পৌরসভা নির্বাচন। রবিবার (১৪ ফেব্রুয়ারী) সকাল ৮ টা হতে নির্বাচন কার্যক্রম শুরু হয়েছে। বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। সকাল হতে ভোটররা তাদের পছন্দের প্রার্থীকে বাছাই করতে ভোট কেন্দ্রে জড়ো হয়েছে। প্রথমবারের মতো কলাপাড়া পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট দিতে পেরে ভোটাররা স্বাচ্ছন্দ্য বোধ করছে। মেয়র হিসাবে কে হাসবে শেষ বিজয়ের হাসি তা দেখার অপেক্ষায় রয়েছে পৌরবাসী। জানা যায়, কলাপাড়া পৌরসভা নির্বাচনে ৯ টি ওয়ার্ডের ১০ টি ভোট কেন্দ্রে মোট ৪৫ টি ভোট কক্ষ রয়েছে। ১০ টি কেন্দ্রে মোট ৮ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়াও পুলিশ, র্যাব বিডিআর ও আনছার বাহিনীসহ প্রশাসনের তদারকি ছিল চোখে পরার মতো। দুপুরে এ রিপোর্ট লেখার আগ পর্যন্ত ছোট-খাট দু-একটি অবিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটারা নির্বিঘ্নে ভোট দিতে পেরে সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ১ নং ওয়ার্ডের আফরোজা বেগম মুক্তি, ৪ নং ওয়ার্ডের ছখিনা বেগম ও সুমন কর্মকার, ৮ নং ওয়ার্ডের মো. আশ্রাফ আলী ও ৭ নং ওয়ার্ডের খাদিজা আক্তার লিজাসহ অনেক ভোটররাই প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট দিতে পেরে খুশির অনুভূতি প্রকাশ করেন। তাদের মতে, নির্বাচনে হার-জিত থাকবে। তবে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে আমরা অনেক খুশি। জগ মার্কার স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব দিদার উদ্দিন আহমেদ (মাসুম ব্যাপারী) ও ধানের শীর্ষ মার্কার প্রার্থী হাজী হুমায়ুন সিকদার তাদের নির্বাচনী অনুভূতিতে বলেন, এখন পর্যন্ত নির্বাচন সুষ্ঠভাবে চলছে। এবাবে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন শেষ হলে তারা উভয়েই বিজয়ের বিষয়ে আশাবাদী বলে জানান। নৌকার প্রার্থী ও বর্তমান মেয়র বিপুল চন্দ্র হাওলাদারও তার অনুভূতিতে বিজয়ের বিষয়ে শতভাগ আশাবাদী বলে জানান। উল্লেখ্য, কলাপাড়া পৌরসভার এবারের নিবার্চনে মেয়র পদে প্রতিন্ধন্ধিতা করছেন ৪ জন। মেয়র পদে আওয়ামীলীগের নৌকা প্রতিক নিয়ে প্রতিদ্ধন্ধিতা করছেন বর্তমান পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি বিপুল চন্দ্র হাওলাদার। অন্য দিকে জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্ধন্ধিতা করছেন কলাপাড়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক মেয়র হাজী হুমায়ুন সিকদার। স্বতন্ত্র প্রার্থী হিসাবে জগ প্রতিক নিয়ে প্রতিদ্ধন্ধিতা করছেন কলাপাড়া পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সদ্য বহিস্কৃত নেতা আলহাজ্ব দিদার উদ্দিন আহমেদ মাসুম ব্যাপারী ও বাংলাদেশ ইসলামী আন্দোলন চরমোনাই পীর সাহেব মনোনীত প্রার্থী মো: সেলিম মিয়া মেয়র পদে প্রতিদ্ধন্ধিতা করছেন।কাউন্সিলর পদে মোট ৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এদের মধ্যে পুরুষ কাউন্সিলর পদে ৩৯ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্ধন্ধিতা করছেন। পৌরসভায় মোট ভোটার রয়েছে ১২,৮৯১ জন। তারমধ্যে পুরুষ ৬৩৩৬ ও মহিলা ভোটার রয়েছে ৬৫৫৭ জন। |
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ | ৩১ |