পুলকিত বাউফল অনলাইন সংগঠনের ছবি প্রতিযোগীতা অনুষ্ঠান ও পুরুষ্কার বিতরন-২০২০
|
![]() সাইদুর রহমান বাউফল, পটুয়াখালী পটুয়াখালীর বাউফল উপজেলায় বিভিন্ন অনলাইন সামাজিক সংগঠনের মধ্যে “পুলকিত বাউফল” একটি অনন্য সেবামূলক সামাজিক সংগঠন।এই অনলাইন সামাজিক সংগঠনটি প্রায় ৭ হাজার সদস্যদের নিয়ে গঠিত হয়েছে এবং সদস্য এখনও প্রতিদিনই সংগঠনের সাথে যোগ হচ্ছে। এই সংগঠনে বিভিন্ন পেশার মানুষ যেমন,,সামাজিক ব্যাক্তি, চাকুরী জীবি,শিক্ষক, ছাত্র/ছাত্রী, ব্যবসায়ী,প্রতিনিধি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের নিয়ে এই অনলাইন সামাজিক সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে। ইতিমধ্যে পুলকিত বাউফল গ্রুপের অনলাইন সামাজিক সংগঠনের ২য় ছবি প্রতিযোগিতা -২০২০,পুরষ্কার বিতরনী অনুষ্ঠান ১২/০২/২০২১ ইং তারিখ রোজ শুক্রবার বিকাল তিন ঘটিকার সময় ঢাকা রিপোর্টারস ভবন,স্বাধীনতা হল, সেগুনবাগিচায় তোপখানা রোডে অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন বাউফলের কৃতি সন্তান মেজর অবঃ প্রকৌশলী মোঃ ফিরোজ খাননুন ফরাজী, অনুষ্ঠানের সভাপতিত্ব ও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সালাউদ্দিন সুবিন, সঞ্চালনা করেন সাওরিয়া মিরাজী মিতু ও মোঃ সাইফুল ইসলাম, সার্বিক তত্বাবধানে ছিলন মেহেদি হাসান।পুলকিত বাউফল গ্রুপের বিভিন্ন সামাজিক ও মানবতার কর্মকান্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন মোঃ সাইফুল ইসলাম। এছাড়াও আরও গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।প্রধান অতিথির বক্তব্যে পুলকিত বাউফল গ্রুপের কর্ম কান্ডের ভুয়সী প্রশংসা করেন এবং যে কোন মানবতার কাজের জন্য সাহায্যে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন,, পুলকিত বাউফল অনলাইন সংগঠন সহ যে কয়টি অনলাইন সামাজিক সংগঠন আছে সকল সংগঠনকে নিয়ে আমরা একটি আধুনিক ও মাদকমুক্ত বাউফল গড়বো।তিনি তার বক্তব্যের মাধ্যমে সকল প্রকার সামাজিক ও উন্নয়নমূলক কাজে সর্বত্র সাহায্য সহযোগিতা করবে এমন প্রতিশ্রতি প্রদান করেন।অনুষ্ঠানে ২য় ছবি প্রতিযোগীতায় ১৪ জন বিজয়ীদের পুরষ্কার প্রদানের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
|