মোঃকাওছার হোসেনঃ
গৌরনদী প্রতিনিধিঃ
হারিয়ে যাওয়া নক্ষত্রের লম্বা তালিকায় যুক্ত হলো আরো এক কিংবদন্তির নাম।
৯০ এর দশক কিংবা বর্তমান জেনারেশনের গাউছিয়া মাদ্রাসার ছাত্রছাত্রীদের কাছে যিনি এক নামে পরিচিত, #বয়াতি_হুজুর।
গোটা শৈশবের মাদ্রাসা জীবনের বহুল স্মৃতি যার সাথে জরিত,
যার শাসন, ভালোবাসায় ঋনী করেছেন আমার মত হাজারো অধমকে।
চলে গেলেন আজ তিনি, #ইন্না_লিল্লাহ_ও_ইন্না_ইলাইহি_রাজিউন।
লিখে গেলেন কিংবদন্তির এক অসমাপ্ত উপন্যাস।
আপনি আপনার দায়িত্ব পূর্ণ করেই ফিরে গেলেন,অপূর্ণ রাখেন নি কিছুই
যেটার স্বাক্ষী গত এক মাস আগে আনুষ্ঠানিক ভাবে আপনার অবসর।
যত দিন গাউছিয়ার এই বাগান থাকবে, ততদিন থাকবে আপনার পদচিহ্ন।
আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুক।
সংবাদটি পঠিত :
৯