বরিশাল জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি- সম্পাদককে প্যানেল মেয়র-১ লিটুর শুভেচ্ছা
|
![]() নিউজ ডেস্কঃ বরিশাল জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও গণতান্ত্রিক আইনজীবী সমিতির মনোনীত গোলাম মাসউদ বাবলু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন (সাদা) ।সাদা প্যানেলের প্রার্থীরা ১১ পদের মধ্যে ১০টিতেই বিজয়ী হয়েছেন। এর-ই ফলশ্রুতিতে নব-নির্বাচিতদের শুভেচ্ছা জানিয়েছেন বরিশালের প্যানেল মেয়র-১ গাজী নঈমূল হোসেন লিটু। তিনি নব-নির্বাচিত সভাপতি সম্পাদক সহ সকলকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। এছাড়াও বরিশাল জেলা আইনজীবী সমিতির সকল কার্যক্রমে বিজয়ীরা যথাযথ ভাবে পালন করবেন এরই প্রত্যাশা ব্যক্ত করেছেন এবং সাদা প্যানেল কে যারা ভোট দিয়ে বিজয়ী করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
|