আত্মজীবনী প্রকাশ হয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার
|
![]() অনলাইন ডেস্ক: বলিউডের অন্যতম আবেদনময়ী অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া অভিনয়ের মতো ব্যক্তিগত জীবনের ঘটনার জন্যও থাকেন আলোচনার শীর্ষে। গত ৯ ফেব্রুয়ারি প্রিয়াঙ্কা চোপড়ার বহুল প্রতীক্ষিত আত্মজীবনী প্রকাশ হয়েছে। প্রিয়াঙ্কা চোপড়া ‘আনফিনিশড’ নামের এ বইটি নিয়ে তার ভক্তকূলের মধ্যে আগ্রহ লক্ষ্য করা গেলেও সমালোচকরা নাম নিয়ে তীর্যক মন্তব্য করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আত্মজীবনীর নাম কেন এমন রেখেছেন এ প্রসঙ্গে প্রিয়াঙ্কার বক্তব্য হলো, তার জীবনের অনেক কাজ এখনো বাকি আছে। বলিউড থেকে শুরু করে হলিউডে পৌঁছানো পর্যন্ত তার জীবনের বেশকিছু গুরুত্বপূর্ণ অধ্যায় এ বইতে স্থান পেয়েছে। ছবিতে নগ্নভাবে উপস্থাপনের প্রস্তাব, গায়ের রং, নাকে সার্জারির বিষয়গুলো নিয়ে বক্তব্য সন্নিবেশিত করেন আত্মজীবনীতে। স্কুলে ক্লাস টেনে পড়ার সময় তখনকার প্রেমিককে বাড়িতে ডেকে যে বিড়ম্বনায় পড়েছিলেন, তা নিয়েও বিস্তারিত বর্ণনা রয়েছে বইটিতে। এছাড়া অভিনয়ের জন্য অডিশন দিতে গিয়ে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন প্রিয়াঙ্কা। বর্তমানে হলিউডের একটি ছবির শুটিংয়ের জন্য এখন যুক্তরাজ্যে অবস্থান করছেন এ বলিউড তারকা।
|