উজিরপুরে বড়াকোঠায় বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন ধানের শীষ মার্কার প্রত্যাশী।
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি, ২০২১, ৯:৫৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ
শফিকুল ইসলাম শামীম উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুর বড়াকোঠা ইউনিয়ন পরিষদ নির্বাচনে
বিএনপি সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম খোকন বিএনপি দলীয় প্রতীক ধানের শীষ মার্কায় নিয়ে ভোট যুদ্ধে লড়াই করতে চান। তিনি দীর্ঘদিন পর্যন্ত বড়াকোঠা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। আজকে তার দলিয় মনোনয়ন ফরম টি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খাঁন, উপজেলা বিএনপি সহ সভাপতি এসএম আলাউদ্দিন সহ দলিয় নেতৃবৃন্দের কাছে তার নির্বাচনি ফরমটি জমাদেন। বড়াকোঠা ইউনিয়ন বিএনপির নেতা কর্মী ও সাধারণ জনগনের দাবি মোঃ রফিকুল ইসলাম খোকনকে দলীয় প্রতীক ধানের শীষ মার্কার মনোনয়ন দিলে আমরা তার পক্ষে মনোযোগ দিয়ে এবং স্বতঃস্ফূর্তভাবে কাজ করব।