কলাপাড়ায় নির্বাচনী হামলার প্রতিবাদে রাস্তায় বিক্ষুব্ধ জনতা।
|
![]()
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে কয়েকদিন ধরে দফায় দফায় হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। সর্বশেষ শুক্রবার (১২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯ টার দিকে ৯ নং ওয়ার্ডের বাদুরতলা এলাকায় মো. জাকির হোসেন নামের স্বতন্ত্র মেয়র প্রার্থীর এক কর্মীর ব্যবসা প্রতিষ্টানে হামলা চালিয়েছে যুবলীগ নেতা ও নৌকার মেয়র প্রার্থী বিপুল চন্দ্র হাওলাদারের ছেলে বিকাশ হাওলাদারের নেতৃত্বে তার কর্মী-সমর্থকরা। এতে বিক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করে ও হামলাকারীদের শাস্তির দাবী জানান। জানা যায়, শুক্রবার বেলা ১১ টার দিকে ১নং ওয়ার্ডের স্বতন্ত্র মেয়র প্রার্থীর অারেক সমর্থক দেলোয়ার হোসেনের মেঘনা পরিবহনের কাউন্টার ভাংচুর করে মালামাল তছনস করেন যুবলীগের একই লোকজনরা। এছাড়াও দুপুর ১২ টার দিকে স্বতন্ত্র প্রার্থীর নিকটাত্মীয় বাবুল হাওলাদারকে মারধর করে আহত করেছে মেয়র প্রার্থী বিপুল চন্দ্র হাওলাদারের ছেলে কেন্দ্রীয় যুবলীগের সদস্য বিকাশ হাওলাদার ও জগ মার্কার সমর্থক দীপ্ত হত্যা চেষ্টা মামলায়় সদ্য জামিন পাওয়া ছাত্রলীগ নেতা শুভর লোকজন। বাবুল হাওলাদার জানান, কোন কিছু বুঝার আগেই মেয়র প্রার্থী বিপুল হাওলাদারের ছেলে বিকাশ হাওলাদার আমাকে থাপ্পড় মাড়ে ও ছাত্রলীগের নেতা কর্মীরা অতর্কিতভাবে হামলা চালায়। হামলাকারীরা নৌকায় ভোট না দিলে তার বাড়ি-ঘর জ্বালিয়ে দেয়ার হুমকি দেয়। এছাড়া সকাল থেকে শহরে বহিরাগতরা অস্রের মহড়া ও মোটরসাইকেল শোডাউন দিয়ে গোটা শহরে আতংক সৃষ্টি করে। এ ঘটনার প্রতিবাদে বেলা দেড়টার দিকে নাইয়াপট্টির ৬ নং ওয়ার্ড এর শত শত নারী-পুরুষ ও সমর্থকরা পৌর শহরের রাস্তায় বেড়িয়ে বিক্ষোভ মিছিল করেন। তারা মেয়র প্রার্থী বিপুল হাওলাদারের ছেলে বিকাশ হাওলাদারের বিচার চেয়ে শ্লোগান দিয়ে থানার সামনে জড়ো হয়। এবিষয়ে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনা শোনার পর পুরো শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। |
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ | ৩১ |