আসন্ন কাছিপাড়া ইউপি নির্বাচনে ৩ নং ওয়ার্ডের দোয়া প্রার্থী মিজানুর রহমান
|
![]()
সাইদুর রহমান বাউফল,পটুয়াখালী। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর বাউফল উপজেলায় ১নং কাছিপাড়া ইউনিয়নের আলোকিত ৩ নং ওয়ার্ডের মেম্বার পদে সকলের কাছে দোয়া ও সমার্থন চেয়েছেন মোঃ মিজানুর রহমান। ইতিমধ্যে তিনি তার এলাকায় জনসংযোগ শুরু করেছেন এবং নির্বাচিত হয়ে কি করবেন সেই ইশতেহার সবার কাছে মতবিনিময় করছেন। এক সাক্ষাৎকারে তিনি সংবাদ প্রতিবেদককে বলেন,, বাউফল উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে কাছিপাড়া ইউনিয়ন হচ্ছে ১নং ইউনিয়ন এবং ৩ নং ওয়ার্ড হচ্ছে কাছিপাড়া ওয়ার্ড আর এই ওয়ার্ডটি হচ্ছে ইউনিয়নের কেন্দ্রবিন্দু যেখানে ইউনিয়নের সব শ্রেনীর মানুষের আনাগোনা দেখা যায়। আমি এই স্থানেই জম্মগ্রহন করেছি,এটাই আমার মাতৃভূমি। আমি জনসংযোগের মাধ্যমে সকলের কাছে গিয়েছি এবং দোয়া ও সমার্থন চেয়েছি।সকলেই আমাকে দোয়া করেছে এবং সমার্থনও ভালো পেয়েছি।প্রতিবেদককে মিজানুর রহমান আরো বলেন,, আমি যদি আসন্ন ইউপি নির্বাচনে কাছিপাড়া ওয়ার্ডে সকলের দোয়ায় মেম্বার পদে জয়ী হই তাহলে আমি ওয়াদা করছি,, সেবার জন্য কারো কাছে ঘুড়তে হবে না,সেবা পৌঁছে দিবো যার যার দুয়ারে। এছাড়াও কাছিপাড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মধ্যে ৩নং ওয়ার্ডকে একটি দারিদ্র্যমুক্ত ও মডেল ওয়ার্ডে পরিনত করবো ইনশাআল্লাহ, আর এটাই আমার প্রথম ইশতেহার।তাই সবার কাছে আমার দোয়া ও ভালবাসা রইলো আসন্ন ইউপি নির্বাচনে কাছিপাড়া ওয়ার্ডের সাধারন মানুষের যেন সেবা সঠিকভাবে করতে পারি |