ভাঙ্গুড়া পৌরসভার নবনির্বাচিত মেয়র কাউন্সিলরদের পরিচিতি সভা অনুষ্ঠিত
|
![]()
মোঃ আব্দুল আজিজ পাবনার ভাঙ্গুড়া পৌরসভার ৫ম পরিষদের নবনির্বাচিত মেয়র ,সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলরদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পৌরসভার সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। নির্বাচিত হয়ে শপথের পর এটিই ছিল জনপ্রতিনিধিদের প্রথম সভা। অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য দেন বিনা প্রতিন্দন্দ্বিতায় দ্বিতীয়বারের মেয়র গোলাম হাসনাইন রাসেল। উপজেলা ছাত্রলীগ সভাপতি ইমরান হাসান আরিফ এর সঞ্চালনায় পৌরসভার আগামী দিনের কর্মপন্থা কেমন হবে তার উপর বক্তব্য দেন ১ নং ওয়ার্ড কাউন্সিলর মো. ইমরান হোসেন, ২ নং ওয়ার্ড কাউন্সিলর মো. শহিদুল ইসলাম, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো. বরাত আলী, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মো. ফরিদ উদ্দীন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. জহুরুল ইসলাম, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো. রফিকুল ইসলাম, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোজাম্মেল হক বিষু, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মো. সুলতান আহম্মেদ । বক্তারা সকলেই জনস্বার্থে নিজেদেরকে বিলিয়ে কাধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান প্রকৌশলী মিনহাজ উদ্দীন, সচিব উত্তম কুমার সাহা, হিসাবরক্ষক মো. নাজমুল হুদা ও অন্যান্য প্রকৌশলী বৃন্দ। |