দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে উপজেলা পরিষদ ও জাইকার অর্থায়নে
নিবিড় বোরোধান আবাদ বৃদ্ধির লক্ষ্যে ১২টি কৃষক গ্রুপের মাঝে পাওয়ার টিলারগুলো বিতরণ
করা হয়েছে । পাওয়ার টিলার পেয়ে কৃষকের মুখে হাশি ফুটেছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার জনাব শেখ আব্দুল্লাহ্
সাদীদ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান হারুন-অর-রশীদ হাওলাদার
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে পাওয়ার টিলার বিতরণ করেন। অনুষ্ঠানে
উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট এইচ. এম. মাসুদ আল মামুন, উপজেলা মহিলা ভাইস
চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, ইউডিএফ মো. জাহিদ মেহেদী হাসান, উপজেলা কৃষি
কর্মকর্তা মেহের মালিকা প্রমুখ বক্তৃতা দেন। বক্তারা কিভাবে পাওয়ার টিলার ব্যবহার করে বোরো
আবাদ বৃদ্ধি এবং গ্রুপের অন্যান্য কৃষকদের সহায়তা সহ ভবিষ্যতে পাওয়ার টিলার রক্ষণাবেক্ষণ
সম্বন্ধে ধারনা দেন। আলোচনা শেষে ১২টি কৃষক গ্রুপের মাঝে পাওয়ার টিলারগুলো বিতরণ করা
হয়। এছাড়াও অনুষ্ঠানে শ্রীরামপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা
প্রাণিসম্পদ অফিসার মো. রফিকুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. শফিকুল
ইসলাম এবং কৃষি সম্প্রসারণ অফিসার মো. ইমরান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদটি পঠিত :
১০