বরিশালে দুই তরুণীর আত্নরক্ষা করলেন কাউন্সিলর বিপ্লব
|
![]() শফিউর রহমান কামাল বরিশাল নগরীতে দুই তরুনীর আত্ন্ররক্ষা করলেন বরিশাল সিটি কর্পোরেশন আওতাধীন ২০ নং ওয়ার্ড কাউন্সিলর বিপ্লব। জানা যায় , আজ নগরীর জর্জ কোর্টের সামনে থেকে দুপুর ২ টার দিকে সিএনজি যোগে লঞ্চঘাটের দিকে রওয়ানা দিচ্ছিলেন দুই তরুণী। এ সময় কথিত পরিচয়ধারী নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবক দুই তরুনীকে জোর পূর্বক গাড়ি থেকে ছিনিয়ে নেয়ার চেস্টা চালাচ্ছিল। এমতবস্থায় তরুনীর ডাক চিৎকারে তাৎক্ষনিক তাদের উদ্ধারে ছুটে যান বিসিসির ২০ নং ওয়ার্ড কাউন্সিলর বিপ্লব। এ সময় তিনি কথিত পরিচয়ধারী যুবককে নাম , ঠিকানা জানতে চাইলে তা দিতে অপারগতা প্রকাশ ও দুই তরুনী যুবককে চিনেন না বলে জানালে সন্দেহ দানা বাঁধে কাউন্সিলর বিপ্লব ও পথচারীদের মাঝে। এদিকে পথচারী সহ সকলে যুবকের উপর উত্তেজিত হতে থাকলে ওই যুবক কৌশলে স্থান পরিত্যাগ করে। পরবর্তীতে স্বনামধন্য সৎ , নিষ্ঠাবান , সাহসী, কাউন্সিলর বিপ্লব তরুনীদের নিরাপদে সুরক্ষিত অবস্থায় গন্তব্যে পৌছে দেন। এ বিষয়ে তিনি জানান, কথিত পরিচয়ধারী যুবকের আচরন ও ভুক্তভুগী তরুনীরাও তাকে চিনতে না পারায় আমি সহ উপস্থিত সকলের মধ্যে সন্দেহ তৈরি হয়। আমি সকলের সহযোগীতায় তরুনী দুজনকে তাদের নিরাপদ গন্তব্যে পৌছে দেয়ার ব্যবস্থা করে দেই।
|