নবাবগঞ্জে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন এমপি শিবলী সাদিক
|
![]() মোঃ আরিফুজ্জামান জনি দিনাজপুর প্রতিনিধি ঃ দিনাজপুরের নবাবগঞ্জে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীন প্রকল্পের আওতায় প্রকল্পের সংশ্লিষ্ট কৃষক গ্রুপের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে যন্ত্রপাতি তুলে দেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক এমপি । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান,উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃপারুল বেগম,উপজেলা কৃষি অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, ইউ,পি চেয়ারম্যান আবু সাদত মোঃ সায়েম সবুজ, ওসি অশোক কুমার চৌহান,আ‘লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃজিয়াউর রহমান মানিক, প্রমুখ উপস্থিত ছিলেন।
|