বরিশালে ডিজিটাল হেলথ ইন্টারভেশন কার্যক্রম বাস্তবায়ন বিষয়ক সরকারী ও অসরকারী কর্মকর্তাদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত।
|
![]() নিউজ ডেস্কঃআজ ১০ ফেব্রুয়ারি বুধবার সকাল ১১ টায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) বরিশাল শাখার আয়োজনে গ্লোবাল এফেয়ার্স কানাডা এর অর্থায়নে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে সিকিউরিং একসেস টু এসআরএইচ ইনফরমেশন এন্ড সার্ভিসেস ডিউরিং কোভিড-১৯ প্রকল্পের আওতায় ডিজিটাল হেলথ ইন্টারভেশন কার্যক্রম বাস্তবায়ন বিষয়ক সরকারী ও অসরকারী কর্মকর্তাদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি এফপিএবি বরিশাল শাখা তারিক বিন ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন বরিশাল এর প্রতিনিধি ডাঃ মুন্সি মুবিনুল হক, মেডিকেল অফিসার ডাঃ মোঃ হারুন আর রশিদ, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, জেলা কর্মকর্তা বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) বরিশাল মোঃ মাহাতাব উদ্দীন সবুর, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুধীজন, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি বৃন্দরা উপস্থিত ছিলেন। শেখানে প্রজেক্টরের মাধ্যমে ডিজিটাল হেলথ ইন্টারভেশন কার্যক্রমের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এরপর অতিথিরা ডিজিটাল হেলথ ইন্টারভেশন কার্যক্রমের বিভিন্ন দিক তুলেধরে আলোচনা করেন। |