বিএনপি বৃহস্পতিবার সারাদেশে সমাবেশ ও বিক্ষোভের ঘোষণা দিয়েছে
|
![]() নিজস্ব প্রতিবেদক: ভূয়া ও হয়রানিমূলক মামলায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্য নেতাদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেফতার ও সাজার প্রতিবাদে আগামী বৃহস্পতিবার (১১ই ফেব্রুয়ারি) দেশের সব মহানগর ও জেলা শহরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে বিএনপি। আজ মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এ তথ্য জানান দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এসময় তিনি বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও নির্বাচনের নামে প্রহসন এবং মিথ্যা মামলায় সাজা প্রদানের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে গণআন্দোলনের বিকল্প নেই’। বিএনপি করোনার টিকা নিবে কিনা এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, ‘বিএনপির কেউ টিকা নিবে না, এটা কখনো বলেনি। যার যখন সময় হবে সে তখন টিকা নিবে’। ১২ বছর ধরে বিএনপির আন্দোলন নেই ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন, আওয়ামী লীগ ২১ বছর ক্ষমতার বাইরে থেকেও কোনো আন্দোলন করতে পারেনি। ওবায়দুল কাদেরকে অতীতের কথা স্মরণ করার আহ্বান জানান বিএনপি’র এই নেতা। |