কাপুর পরিবারে নেমে এলো শোকের ছায়া পরলোকে অভিনেতা রাজিব কাপুর
|
![]() নিউজ ডেস্ক: অভিনেতা ঋষি কাপুর মারা যাওয়ার এক বছর পার হয়নি এখনো। এর মধ্যেই কাপুর পরিবারে নেমে এলো শোকের ছায়া। এবার প্রয়াত হলেন তার ভাই রাজীব কাপুর। হৃদরোগে আক্রান্ত হয়ে আজ মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ‘রাম তেরি গঙ্গা ময়লি’ খ্যাত এ অভিনেতার বয়স হয়েছিল ৫৮ বছর। আনন্দবাজারের তথ্য মতে, রাজীব কাপুরের ভাই রণধীর কাপুর এ খবর জানিয়েছে। তিনি জানান, ‘অনেক চেষ্টা করেও রাজীবকে বাঁচানো গেল না।’ এদিকে রণধীর কাপুরসহ পরিবারের সদস্যরা ভেঙে পড়েছেন। জানা যায়, হৃদরোগে আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে তাকে নিয়ে হাসপাতালে যাওয়া হয়। কিন্তু পৌঁছানোর পরপরই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এদিকে তার মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে ঋষি কাপুরের স্ত্রী অভিনেত্রী নীতু কাপুর সামাজিক মাধ্যমে রাজীব কাপুরের একটি ছবি পোস্ট করে শ্রদ্ধা জানিয়েছেন। লিখেছেন, ‘আত্মার শান্তি হোক’। এর আগে দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে বলিউডের বিখ্যাত অভিনেতা ঋষি কাপুর গত বছর মারা যান। প্রসঙ্গত, রাজীব কাপুর ছিলেন রাজ কাপুর ও কৃষ্ণা কাপুর দম্পতির সন্তান। তিনি কারিশমা কাপুর ও কারিনা কাপুরের বাবা রণধীর কাপুরের ছোট ভাই। রণবীর কাপুরের বাবা ঋষি কাপুরেরও ছোট ভাই ছিলেন রাজীব। |