বরিশালে ভূমিদস্যু আলালের বিরুদ্ধে এবার দুদকে অভিযোগ!!
|
![]()
নিউজ ডেস্ক:- জানা যায়, আলাউদ্দিন আলাল একজন সরকারী চাকুরীজীবি ছিলেন। চাকুরী থেকে অবসর নেয়ার পর তার বিরুদ্ধে অত্র এলাকায় বিদ্যালয়ের জমি থেকে শুরু করে সরকারী খাস জমি, অসহায় ও দরিদ্র মানুষের জমি পর্যন্ত নিজের দখলে নিয়ে কোটি কোটি টাকার সম্পদ গড়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক, একাধিক ব্যক্তি বলেন, আলাউদ্দিন আলাল অন্যের জমি জোরপূর্বক দখল করে অনেক অর্থ – সম্পদ গড়েছেন। তিনি সিএন্ডবি রোড সংলগ্ন জিয়া সড়কের পাশ্ববর্তী এলাকায় চার-লেন মহাসড়কের পাশে সরকারী কিছু জমি দখল করে সেখানে ৫ টি অস্থায়ী স্টল নির্মান করে ভাড়া দেয়। বিভিন্ন ওয়ার্কশপ ও মোটরসাইকেল মেরামতের গ্রেজ ভাড়া দিয়ে মাসপ্রতি মোটা অংকের টাকা আদায় করে আসছেন ও নথুল্লাবাদ ব্রীজ সংলগ্ন স্থানে ১৯ নং বগুড়া নথুল্লাবাদ প্রাথমিক বিদ্যালয়ের সামনে বালু ফেলে বিদ্যলয়ের কোন কতৃপক্ষ কে না জানিয়ে বিদ্যালয়ের সামনের স্থানটিতে বালু ফেলে ভরাট করে জমি দখলের চেষ্টা করছেন।তাঁর নামে-বেনামে অনেক সম্পত্তি রয়েছে, অন্যের জমি দখল করাই তার নেশা। তাই আমরা অত্র এলাকার কয়েকজন বাসিন্দারা অবৈধ সম্পদ কিভাবে অর্জন করেছেন তা অনুসন্ধানের করে আইনানুগ ব্যাবস্থা নেয়ার জন্য দুদকে একটি অভিযোগ দায়ের করেছি। তার অত্যাচারের শিকার বৈদ্যপাড়া এলাকার বাসিন্দা মৃত মোঃ আমিনুল ইসলাম দুলাল এর স্ত্রী সালেহা বেগম বলেন আমার পার্শ্ববর্তী বাসিন্দা আলাউদ্দিন আলাল বিগত ৩০ বছর যাবত আমাদের জমির কিছু অংশ জোড় করে ভোগ দখল করে আছেন। এনিয়ে এব্যাপারে বিস্তারিত জানতে আলাউদ্দিন আলালের মুঠোফোনে যোগাযোগ জন্য একাধিকবার চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি। উল্লেখ্য থাকে, প্রায় এক মাস পূর্বে ভূমিদস্যুতার কারণে বরিশালের একাধিক স্থানীয় পত্রিকায় শিরোনাম হয়েছিলেন আলাউদ্দিন আলাল । তবে পাঠক এখানেই আলালের ভূমিদস্যুতার শেষ নয়। আমাদের সাথেই থাকুন |