ভাংগুড়া পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ
|
![]()
মোঃ আব্দুল আজিজ পাবনার ভাংগুড়ায় পৌরসভার নব নির্বাচিত মেয়র,কাউন্সিলর ও সংরক্ষিত আসনের নারী কাউন্সিলরদের শপথ গ্রহণ সোমবার অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ জানুয়ারি নির্বাচিত মেয়র,কাউন্সিলর ও নারী কাউন্সিলদের নামের গেজেট প্রকাশিত হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৩টায় রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের অডিটোরিয়ামে এই শপথ অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ হুমায়ুন কবীর খন্দকার। রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড.চিত্রলেখা নাজনীন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে। এদিন ভাংগুড়া ছাড়াও ফরিদপুর,সাঁথিয়া ও ঈশ্বরদীসহ মোট ১০টি পৌরসভার মেয়র,কাউন্সিলর ও নারী কাউন্সিলরদের শপথ অনুষ্ঠিত হয়। |