নওগাঁর পোরশায় বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উপলক্ষ্যে ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন
|
![]()
মোঃ ফিরোজ হোসাইন মুজিব শতবর্ষ উপলক্ষ্যে নওগাঁর পোরশায় সরাইগাছি ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে ব্যাডমিন্টন খেলা উদ্বোধন করা হয়েছে। রবিবার (৭ ফেব্রুয়ারি) রাতে সারাইগাছি মোড় জিরোপয়েন্ট ব্যাডমিন্টন গ্রাউন্ডে অনুষ্ঠিত খেলায় ১৬টি দল অংশ গ্রহণ করেন। ঢাকা নিজ বাস ভবন থেকে মোবাইল ফোনে বক্তব্য দিয়ে প্রধান অতিথি হিসাবে খেলার উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী ও সাপাহার উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহাজাহান হোসেন মন্ডল। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ওবাইদুল্লাহ শেখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফজলুল হক শাহ্ চৌধুরী, যুবলীগ নেতা আবু রাইহান মুন্না ,মোশাররফ হোসেন , ছাত্রলীগ নেতা আমজাদ হোসেন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলা পরিচালনা করেন হিমেল সহ সংবাদিক বৃন্দ। |