বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যদের টিকাদান শুরু হয়েছে
|
![]() মোহাম্মদ মাহমুদুল হাসান |
বরিশাল প্রেস |
বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যদের টিকাদান শুরু হয়েছে। রোববার (৭ ফেব্রুয়ারি) পৃথক অনুষ্ঠানে তিন বাহিনীর টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাবাহিনীর ভারপ্রাপ্ত প্রধান কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ রোববার ঢাকা সিএমএইচে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনের পর সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান প্রথমে টিকা নেন। পরে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা টিকা নেন। উদ্বোধনী দিনে প্রায় ২০০ জন সেনাসদস্য টিকা গ্রহণ করেন। টিকা নিতে সদস্যরা ‘সুরক্ষা অ্যাপ’ এর মাধ্যমে নিবন্ধন করেন। এছাড়া দেশের অন্যান্য সকল সম্মিলিত সামরিক হাসপাতালে একযোগে এদিন টিকাদান শুরু করা হয়। প্রতিদিন নিবন্ধনকারীদের মধ্য থেকে প্রায় ৫০০ জন সদস্যকে টিকা দেয়া হবে।
|