করোনা ভ্যাক্সিন প্রদানকালে মানা হয় না স্বাস্থবিধি ও সামাজিক দুরত্ব। করোনার অস্তিত্ব নিয়ে প্রশ্ন…??
|
![]() রাজিব তাজ // মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) সারা বিশ্বকে যখন থমকে দাড় করিয়ে দিয়েছে এবং বিশ্বকে এক মহামারীর মধ্যে পতিত করেছেন, তখন থেমে নেই বাংলাদেশের প্রেক্ষাপটও। কিন্তু এরই মাঝে অনেক অসুস্থ, জীবিত, মৃত্যুর মাঝ দিয়েই আবিষ্কার হলো করোনা (কোভিড-১৯) এর ভ্যাক্সিন। নানান রকম নিয়মকানুন, হ্যান্ড স্যানিটাইজার, সামাজিক দূরত্ব ও স্বাস্থবিধি মানা থেকে সবই করে আসছে এই দেশের মানুষ। কিন্তু কোভিড-১৯ এর ভ্যাক্সিন বিশ্বকে যখন আবার আশার আলো দেখিয়েছে, তখন দেখা যায় ভিন্নরুপ। আজ ০৭ ই ফেব্রুয়ারী সারাদেশে করোনা ভাইরাস’র ভ্যাক্সিন প্রদান আনুষ্ঠানিকভাবে উদ্ভোদন হলেও দেখা যায় নি সামাজিক দুরত্ব মেনে চলা ও স্বাস্থবিধির নিয়মনীতি মেনে চলে। এমনটাই দেখা গেলো আজ বরিশাল জেলার বেশিরভাগ কেন্দ্রে। করোনা ভ্যাক্সিন দেওয়ার সময় কোন ধরনের সামাজিক দুরত্ব ও স্বাস্থবিধি মানা হয় না, যেখানে প্রশাসনের কর্মকর্তা ও হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক’রা বরাবর বলে আসছেন এবং তাগিদ দিয়ে আসছেন স্বাস্থবিধি মানার জন্য, কিন্তু সেখানে ডাক্তার ও প্রশাসনের লোকদের মধ্যেই এই নিয়ম অমান্য করার অহরহ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গিয়েছে। বরিশাল জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ করোনা ভ্যাক্সিন উদ্ভোদন করার সাথে সাথে ভ্যাক্সিনেশন শুরু হয়েছে, কিন্তু দেখা যায় যে, কোন নিয়ম নীতির তোয়াক্কা নেই, ভ্যাক্সিন শরিরে পুশ করার সময় কর্তব্যরত ডাক্তার বা নার্সদের হাতে দেখা যায় নি হ্যান্ড গ্লোবস। এবং অনেকের মুখে মাস্ক ও দেখা যায় নি। এ ব্যাপারে বরিশাল জেলার সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেন’র সাথে আলাপ কালে এই প্রতিবেদককে জানান, আজ প্রথম দিন থাকার কারনে সামাজিক দুরত্ব সঠিক ভাবে পালন করা হয় নি, আর হ্যান্ড গ্লোবস টা খুব বেশি জরুরী না তবে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে, মুখে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক এবং সাবান দিয়ে বার বার হাত ধোয়ার পরামর্শ প্রদান করেছেন। |