নবাবগঞ্জে কোভিড-১৯ টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন
|
![]() হাসিম উদ্দিন:-
সারা দেশের ন্যায় দিনাজপুরের নবাবগঞ্জে কোভিড-১৯ টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিক ভাবে টিকাদান কর্মসুচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহজাহান আলী উপজেলায় প্রথম এ টিকা গ্রহন করেন। এ ছাড়াও ডাক্তার, নার্স, সরকারি কর্মকর্তা সহ ১০ জনকে টিকা প্রদান করা হয়।
![]() এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, থানার অফিসার ইনচার্জ (ওসি) অশোক কুমার চৌহান সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। স্বাস্থ্য কর্মকর্তা জানান- উপজেলায় ১ম পর্যায়ে ৬৩ হাজার টিকা প্রদান করা হবে। পর্যায়ক্রমে সকলে এ টিকা পাবেন।
|