আজ থেকে শুরু দেশজুড়ে করোনার টিকাদান
|
![]() নিউজ ডেস্কঃ আজ (রোববার) সকাল থেকে ঢাকাসহ সারাদেশে একযোগে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হবে। এক হাজারের বেশি কেন্দ্রে আড়াই হাজার মেডিকেল টিম এই টিকা কার্যক্রম পরিচালনা করবেন। এর মধ্যে দিয়ে দেশের ইতিহাসে প্রথমবারের মত প্রাপ্তবয়স্কদের টিকা দেয়ার কর্মসূচি শুরু হচ্ছে। গতকাল (শনিবার) পর্যন্ত সাড়ে তিন লাখ মানুষ টিকা নিতে নিবন্ধন করেছে। প্রথম দিনে প্রধান বিচারপতি, স্বাস্থ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারি অনেক উর্ধ্বতন কর্মকর্তা টিকা নেবেন বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবি এম খুরশীদ। এদিকে যারা কেন্দ্রে গিয়ে নিবন্ধন করবেন তাদের তাৎক্ষণিকভাবে টিকা দেয়া হবে না পরবর্তীতে সময় ও দিন জানিয়ে দেয়া হবে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, টিকা দিতে এক হাজারের বেশি কেন্দ্র প্রস্তুত রয়েছে। এতে কাজ করছে আড়াই হাজার মেডিকেল টিম। দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল, বিভাগীয় শহর, জেলা সদর হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোেতে টিকা দেয়া হবে। এসময় স্বাস্থ্য অধিদপ্তরের মাহপরিচালক জানান, করোনার টিকা দেয়ার জন্য ঢাকায় ৫০টি কেন্দ্রে ২০৪টি বুথ ও সারাদেশে ৯৫৫টি কেন্দ্রে ২১৯৬টি বুথ তৈরি করা হয়েছে। টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বিবেচনা করে হাসপাতালগুলোতে জীবন রক্ষাকারী চিকিৎসা সমাগ্রী প্রস্তুত রাখা হয়েছে বলে জানান তিনি।
|