রাজিবপুরে ইয়াবাসহ দুই যুবক আটক
|
![]() রাইসুল ইসলাম ফুল রাজিবপুর কুড়িগ্রামঃ কুড়িগ্রামের রাজিবপুরে ১৫০০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে রাজিবপুর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ৬ ফেব্রুয়ারি বিকালে রৌমারী ঢাকা মহা সড়কের রাজিবপুর সুইচগেট নামক স্থানে অবস্থান নেয় এসআই গোলক চন্দ্র, এসআই আতাউর, এ, এস আই আব্দুর রউফ, এস আই নুর সাদেকের নেতৃত্বে পুলিশের একটি দল। এসময় দুই যুবককে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে ১৫০০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উলিপুর ফুলবাড়ী মৃত আজান আলী পুত্র মনসের আলী (৫২) কাছ থেকে ১২০০ পিস ও উলিপুর কিসমত ফুলবাড়ী এলাকার শাহের আলীর পত্র কফিলউদ্দিন (২৭) এর কাছ থেকে ৩০০ মোট ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই যুবককে আটক করা হয়। |