বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট লিটনের উইকেট হারিয়ে চাপে টাইগাররা
|
![]() নিউজ ডেস্কঃ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের প্রথম ইনিংসে দ্বিতীয় দিনের প্রথম সেশনেই লিটন দাশের উইকেট তুলে নিয়ে টাইগারদের চাপে রেখেছে ক্যারিবীয়রা। মেহেদি হাসান মিরাজকে সাথে নিয়ে দলকে টেনে নিচ্ছেন সাকিব আল হাসান। ইতিমধ্যেই সাকিব তার টেস্ট ক্যারিয়ারের ২৫তম অর্ধশতক তুলে নিয়েছেন। আর, উইন্ডিজের পক্ষে এ পর্যন্ত ওয়ারিকান নিয়েছেন ৪টি উইকেট। চট্টগ্রাম টেস্টের প্রথম দিন ৯০ ওভার ব্যাটিং করে ৫ উইকেটে ২৪২ রান তোলে বাংলাদেশ। সাদমানের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৫৯ রান। সাকিব আর লিটন অপরাজিত থেকে শেষ করেছিলেন প্রথম দিনের খেলা। প্রথম দিনে ছিল পুরোনো আক্ষেপ। উইকেটে সেট হয়েও ইনিংস লম্বা করতে পারেননি অভিজ্ঞ টাইগাররা। চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের ত্রাতা সাদমান ইসলাম। লম্বা ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেই দেখা পেয়েছেন হাফ সেঞ্চুরির। ভুল ডিসিশনে আউট হয়েছেন রিভিউ নেয়ার সুযোগ থাকলেও নেননি। পার্ট অব দ্যা ম্যাচ বলেই খুঁজছেন শান্তনা। তামিম বাদে উইকেটে সেট হয়েছেন প্রত্যেকে। শান্ত, মুমিনুল, মুশফিক তিনজনই খেলেছেন পঞ্চাশের বেশি বল। তবে বিলিয়ে এসেছেন উইকেট।
|