তোমাকে আসতেই হবে
|
![]() তোমাকে আসতেই হবে
আসমা আফরোজ
আজো আমি বাতাসে সেই গন্ধের অপেক্ষায়
আজো আমি মাটিতে সেই
সজীবতার অপেক্ষায়
নিপীড়িতের কাতর চিৎকার শুনি
আজো আমি তন্দ্রার ভেতরে…
তুমি কি ভুলে গেছে সেই দু:স্বপ্নের
ক্ষণ, সেই রক্তাক্ত সময় ?
বাতাসে লাশের গন্ধ, খুন না করেও
খুনী হওয়ার ইতিহাস?
মাটিতে লেগে আছে রক্তের দাগ।
এই রক্তমাখা মটির ললাট ছুঁয়ে
একদিন আমরা বুক বেঁধেছিলাম
তুমি আসবে বলে
নিয়ন আলোয় তবু অত্যাচারীতের
দেহে দুলে মাংসের তুফান। তুমি কি
ভুলে গেছ সেই হৃদয়ক্ষরণ জনিত
গগণবিদারী আহজারী?
সারারাত আমার ঘুম
আসেনা-আমরা যে ঘুমোতে
পরিনা, ঘুমের ঘোরেও তোমার পায়ের শব্দ!
তন্দ্রার ভেতরে আমি শুনি সেই
করুণ চিৎকার আমি ঘুমুতে পারিনা,
মনে পড়ে না সেই দুঃশাসনের
দাবানল?
…সেই তন্দ্রাবেশে আমরা অপেক্ষমান
– তুমি আসবে!
তোমাকে যে আসতেই হবে সেই সব
প্রশ্নের সমাধান করতে
রক্তের কাফনে মোড়া – যারা
হাজারো প্রশ্ন
সে তোমার ভাই, সে তোমার মা, সে
তোমার প্রিয়তম পিতা,আদরের বোন।
অপেক্ষায় আছে তুমি আসবে বলে,
সব বাঁধা পেরিয়ে পাহাড়সম ঝঞ্জাল
পায়ে দলে তোমাকে হে তোমাকে তো আসতেই হবে!
তুমি, তো তাদের – স্বজন, হারিয়ে
পাওয়া একমাত্র স্বজন –বেঁচে
থাকার একমাত্র অবলম্বন!
তুমি তো – তাদের প্রিয় মানুষের
রক্তে কেনা অমূল্য রতন!
তুমি আসবে যুগের ও বেশী
দুঃশাসনের অবসান ঘটাতে।
তোমাকে আসতেই হবে ওই রক্তাক্ত
জাতির হৃদয়ক্ষরণ থামাতে। সাথে
আমিও যে অপেক্ষায়!!
|