রাজশাহীর চারঘাটে গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা
|
![]() রাজশাহী ব্যুরো : রাজশাহীর চারঘাটে গলয় ফাঁস দিয়ে আশিয়া ফারজানা বিথি (১৬) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার শিবপুর গ্রামে এ ঘটনা। বিথি চারঘাট উপজেলার শিবপুর গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত গভীর রাতে আশিয়া ফারজানা বিথী প্রতিদিনের মত রাতে খাওয়া শেষে তার নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে তার বাবা আশরাফুল তার ঘরে গিয়ে ডাক দেয়। এতে কোন সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে ঘরের মধ্যে প্রবেশ করে গলায় ওড়না পেচিয়ে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখা যায় তাকে। ওই সময় চিৎকার দিলে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত লাশটি নিচে নামায়। পরে চারঘাট মডেল থানায় খবর দিলে থানার উপ-পরিদর্শক মনিরুল ইসলাম লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ বিষয়ে চারঘাট মডেল থানার ওসি বলেন, আত্মহত্যার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়। লাশটি ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
|