বরিশালে ৪২ লক্ষ টাকার কারেন্ট জাল ধ্বংস
|
![]() নিজস্ব প্রতিবেদকঃ কোস্টগার্ডের অভিযানে মেঘনা নদীর বিভিন্ন স্থান হতে জব্দ হওয়া ৪২ লক্ষাধিক টাকা মূল্যের এক লাখ ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আজ মঙ্গলবার (০৭ জুলাই) সন্ধ্যায় বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া নামক স্থানে জালগুলো পোড়ানো হয়। কোস্টগার্ড হিজলা’র কন্টিনজেন্ট কমান্ডার আলমগীর হোসেন জানান, ‘মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করেন। এসময় বাউশিয়া, চর হিজলা, লালখারাবাদ, শিন্নিরচর, চর শেফালী, বামনের চর, নলবুনিয়া, ভাইসপাট্টি, কাকুরিয়া এলাকা থেকে এল লক্ষ ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক অবৈধ বাজার মূল্য ৪২ লক্ষ টাকা। তিনি জানান, জব্দকৃত অবৈধ কারেন্ট জাল মঙ্গলবার সন্ধ্যায় পুড়িয়ে ফেলা হয়েছে। এসময় হিজলা উপজেলা মৎস্য কর্মকর্তা অনিল কুমার দাস ও ফিল্ড সহায়ক জোসনা বেগমসহ কোস্টগার্ডের অন্যান্য কর্মকর্তা এবং সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
|
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |