নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হোসেনের বিদায়ী সংবর্ধনা
|
![]() নাটোর প্রতিনিধি:- নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হোসেন পিবিআই বগুড়া জেলার পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পাওয়ায় আজ মঙ্গলবার তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে । নাটোর জেলা পুলিশের আয়োজনে এই বিদায় সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর সদর আসনের সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম। শিমুল। পুলিশ সুপার লিটন কুমার সাহার সভাপতিত্বে আয়োজিত সংবর্ধণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী পুলিশ সুপার আকরামুল হোসেন সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ । বক্তরা আকরমাুল হোসেনের কর্মময় জীবনের প্রশংসা করে বলেন, জনাব আকরামুল হোসেন একজন দক্ষ বিনয়ী ও দায়িত্বপূর্ন কর্মকর্তা হিসেবে তার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছেন । আগামি দিনে তার আরো উজ্জল ভষ্যিত কামনা করেন তারা সকল বক্তারা । নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, দক্ষ এবং যোগ্য পুলিশ কর্মকর্তা আকরামুল হোসেনকে তার সহকর্মী হিসেবে পেয়ে তিনি আনন্দিত ও গর্বিত । তিনি তার উত্তোরত্তর সাফল্য কামনা করেন। সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল আকরামুল হোসেনের উজ্জল ভবিষ্যত কামনা করে বলেন তিনি যেন তার উপর অর্পিত দায়িত্ব পালন করে আরো সম্মান অর্জন করতে পারেন । আকরামুল হোসেন তার বক্তব্যে চাকুরী করা কালীন সময়ে সকলের সহযোগিতা পেয়েছেন এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন যেন ঠিকভাবে তিনি দায়িত্ব পালন করতে পারেন। পরে তাকে উপহার সামগ্রী তুলে দেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও পুলিশ সুপার লিটন কুমার সাহা।
|
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |