খটখট শব্দ
|
![]() লেখক: শরীফ সরকার
খটখট শব্দ
প্রথমে মৃদু, জোড়ে তারপর আরো জোড়ে।
ঘুম ভেঙে গেল।
রাত কয়টা !
হালকা নীল রংয়ের ডিম লাইটের আলো ঘর জুড়ে।
দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে সময় বুঝতে চাইলাম
রাত দুইটা বেজে চল্লিশ মিনিট।
বিছানায় বসলাম।
চুপ করে শব্দ শুনতে চেষ্টা করলাম।
না , বাইরের শব্দ না।
এই বেড রুমের সাথে দশ ফিট প্যাসেজ
তারপর দুইটা বেডরুম।
ঐ দিক থেকে খটখট শব্দটা আসছে।
কি করবো চিন্তা করছি।
দরজা খুলে যাবো ঐ দিকে !
একটু ভয় ভয় লাগছে।
পাশে আমার স্ত্রী গভীর ঘুমে আচ্ছন্ন।
মুখের উপর হালকা নীলাভ আলো,
অনেকটা জোস্নার মত।
আমি মাঝে মাঝে চুপি চুপি ঐ আলোতে তার মুখের
দিকে তাকিয়ে থাকি।
বড় মায়া লাগে।
পায়ের আওয়াজ শুনতে পেলাম মনে হচ্ছে !
না, স্ত্রী কে জাগাতে চাই না।
নি:শব্দে দরজা খুললাম।
শুনশান নিরবতা।
প্যাসেজে ছোট একটা বাতি জ্বলে প্রতিদিন।
কিন্তু এখন লাইট অফ। কে অফ করলো।
একি !
রুম দুইটার দরজা খোলা কেন !
দুই রুমে কেউ থাকে না।
বাইরে থেকে দরজা লাগানো থাকে।
নীচ তলায় দুই ছেলে আর মা ঘুমায়।
উপরে এসে তারা কেউ দরজা খোলার কথা না।
তবে !
একটু এগিয়ে খোলা দরজা দিয়ে ভিতরে তাকাই।
বড় জানালা খোলা।
বাইরে থেকে ধবধপে জোসনা ঢুকেছে ঘরে।
একি! কি দেখছি আমি !
ঘরে কিছু নেই, মানে খাট, আলমারী, সিঙ্গেল সোফা কিছুই
নেই ।
না, এ হতে পারে না, কেমন করে সম্ভব !
সিঁড়ি দিয়ে নীচে নামলাম।
সব ঠিক আছে, নীচের মেইন দরজা বন্ধ।
তবে!
উপরে উঠে এলাম।
খোলা দরজার সামনে এসে দাঁড়ালাম।
মাথা থেকে পা পর্যন্ত কেমন জানি শীতল একটা
ভয়ের তরঙ্গ নেমে গেল।
দরজা দিয়ে ঢুকে দুই পা এগিয়েছি মাত্র,
দরজার আড়াল থেকে একটা শক্ত হাত
পিছন থেকে আমার গলা জাপটে ধরেছে ।
জোড়ে চাপ দিচ্ছে।
আমার দম বন্ধ হয় আসছে।
জোড়ে চিৎকার করতে চাইছি করতে পারছি না।
আমার চোখ বড় হয়ে যাচ্ছে।
আমি বুঝতে পারছি আমি মরে যাচ্ছি।
নিজেকে মুক্ত করার জন্য প্রাণপ্রণ চেষ্টা করছি।
নিজেকে শক্ত হাত থেকে মুক্ত করতে পারছি না।
না, এ হতে পারে না ! আমি মরে যাচ্ছি ।
শেষ বার পাশের রুমের ঘুমন্ত স্ত্রীর মায়াবী মুখটা
মনে করতে পারছি।
সব শক্তি দিয়ে চিৎকার করলাম,
– শামী মা —- শামী ———-
মনে হলো এবার শব্দ বের হয়েছে।
হ্যা, এইতো আমার স্ত্রী আমাকে ধরে ঝাঁকুনি দিচ্ছে,
– কি, আরে কি হলো ! তুমি এমন করছো কেন ?
জোসনাসম নীলাভ আলোতে তার মুখের দিকে তাকাই।
এইতো, সবসময় আমার পাশে, ছাব্বিশ বছরের
সুখ, দুখের সাথে।
যার উপর ভরসা করতে পারি।
আমি বলি,
– এক গ্লাস পানি খাবো ।
আষাঢ় মাস চলছে।
আমি তো জাত বাঙালি,
একটা আষাঢ়ে গল্প করলাম।
আমাদের পুর্বপুরুষরা নেংটি পড়ে
আষাঢ় মাসের টানা বৃষ্টিতে
বারান্দায় বসে হুক্কা টানতো আর
নানা ধরনের আজাইরা গল্প বানাতো।
আজাইরা গল্প থেকে আসছে নাকিআষাঢ়ে গল্প।
আমরা গল্প বানাতে পারি,
গল্প শুনতে পছন্দ করি।
উত্তরাধিকার থেকে প্রাপ্ত।
তবে, ঘটনা মনে হলেই আমার শরীর অবশ হয়ে আসে।
রহস্যময় ।
|
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |