নেতা তুমি কার রাষ্টের , নাকি সমাজের -শিবলী সাদিক এমপি
|
![]() মোঃ আরিফুজ্জামান জনি নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি –
দিনাজপুর ৬ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক এমপি তাঁর নিজস্ব ফেসবুক আইডিতে থেকে স্টাটাসটি হুবাহুব তুলে ধরা হলো
নেতা
নেতা তুমি কার,
রাষ্ট্রের, নাকি সমাজের,
পরিবারের, নাকি জনগণের,
নিজ দলের, নাকি বিরোধী দলের,
কোথায় তোমার জন্য হৃদয় থেকে নিংড়ানো
সম্মান,
জানিনা জীবনে কতটুকু রেখে যাবে অবদান,
নেতা তুমি কখনো বড্ড পাগল , রাষ্ট্রের চোখে কোথাও
বা অজ্ঞ মানুষ,
লোক দেখানো সর্বোচ্চ সম্মান,
নেতা তুমি কি সত্যিই সমাজপতি,
তবে কেন সমাজের চোখে কোথাও কোথাও জঘন্য এক
প্রাণ,
কি করে বাঁচবে বলো নেতা নামের সম্মান,
নেতার কি কোন পরিবার আছে, অবস্থানের গর্বে যারা
বাঁধে বুক, স্বার্থের কোনায় বন্দিজীবন আড়ালে
হাজারো নিন্দুক,
নেতা তুমি নাকি জনতার নেতা, জনগণের সুখেই নাকি
তোমার সব সুখ,
তবে কেন তোমার আশেপাশের লোকের কর্মফলে
জনগণ খুঁজে ফেরে অন্য নতুন মুখ,
নেতা তোমার জন্য নিজ দলের মানুষ স্লোগানে স্লোগানে
রাজপথ প্রকম্পিত করেছে যারা,
পাওয়া না পাওয়ার হিসেব মেলাতে তোমাকে ঘৃণা করে
সব তারা,
নেতা তুমি বিরোধী দলের কাছে নিকৃষ্ট এক জীব,
হাতেগোনা কিছু মানুষ তোমাকে মহান ভাবলেও তাদের
ঘরে কে জ্বালাবে এই দুঃসময়ে ক্ষমতার প্রদীপ,
তুমিও মানুষ, আমিও মানুষ, একই দেহে কোটি প্রাণ
কর্মফলে ইতিহাস রচিত হবে,
বাকি সব হবে ম্লান।
শিবলী সাদিক
|