গৌরনদীতে মুক্তিযোদ্ধা আবদুর রব আর নেই
|
![]()
মোঃ কাওছার হোসেনঃ ৭১এর মুক্তিযোদ্ধা আবদুর রব বেপারী(৭৮) গত বুধবার রাত সাড়ে ১২টার সময় নিজ বাড়ীতে ইন্তেকাল করেন ইন্নালিল্লাহে…..রাজিউন। মরহুমের বাড়ী গৌরনদী উপজেলার বিল্বগ্রাম। তিনি বেশকিছু দিন যাবত বিভিন্য রোগে আক্রান্ত গতকাল চিরবিদায় নেন। ঐদিন বাদজোহর মরহুমের জানাজার নামাজ ষেষে নিজ বাড়ির গোরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ২ছেলে ৩মেয়ে ও অসংখ্য আত্যিয় সজন রেখেগেছেন। আবদুর রব বেপারীর মৃত্যুতে গার্ডঅব অনার প্রদানে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা ইউএনও বিপিন চন্দ্র বিশ্বাস, মুক্তিযোদ্ধা মো.আনোয়ার হোসেন রাড়ী, আলহাজ্ব খান শামছুল হক। |