রাঙ্গাবালীতে উওরন সংস্থার মাধ্যমে রাস্তা সংস্কার উদ্বোধন
|
![]() মোঃমনিরুল ইসলাম রাঙ্গাবালী (পটুয়াখালী)প্রতিনিধি জাপান সরকারের অর্থায়নে ইউএনডিপি এর সহায়তায় উওরন সংস্থার বাস্তবায়নে “ডি আর আর এফ” প্রকল্পে ক্যাশ ফর ওয়ার্ক কর্মসূচির আওতায়। পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ও চরমোন্তাজ ইউনিয়নে ৩৫০ জন হতদরিদ্র উপকারভোগীর মাধ্যমে রাস্তা সংস্কারের কাজ শুরু করা হয়েছে৷ উপস্থিত থেকে কাজের উদ্ভোধন করেন চালিতাবুনিয়া ইউ.পি চেয়ারম্যান মু.জাহিদুর রহমান জাহিদ ও চরমোন্তাজ ইউ.পি চেয়ারম্যান জনাব মো.হানিফ মিয়া এ সময় প্রত্যেককে এক জোড়া গামবুট,দুইটি ঝুড়ি, হাতলসহ একটি কোদাল, একটি মাস্ক, ও একটি হ্যান্ডস্যানিটাইজার বিতরন করা হয়েছে। এ সময় চালিতাবুনিয়া ইউপি চেয়ারম্যান মুঃজাহিদুর রহমনন বলেন,দারিদ্র বিমোচনে এই রাস্তা সংস্কারে মাধ্যমে হতদরিদ্র পরিবারগুলো উপকৃত হবে। চরমোন্তাজ ইউপি চেয়ারম্যান মোঃহানিফ মিয়া বলেন,আমি ধন্যবাদ জানাই ইউএনডিপি এর সহায়তায় উওরন সংস্থার বাস্তবায়নে “ডি আর আর এফ”কে।তারা যে উদ্দেগ নিয়েছে তাতে আমার এলাকার জনগন উপকৃত হবে। তারই সাথে হতদরিদ্র পরিবারগুলো উপকৃত হবে।
|