রাজশাহীতে টানা ভারি বৃষ্টিতে নগরজুড়ে জলাবদ্ধতা
|
![]() রাজশাহী ব্যুরো: বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত টানা ভারী বৃষ্টিতে রাজশাহী মহানগরীর বিভিন্ন রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত রাজশাহী মহানগরীতে ভারী বৃষ্টিপাত হয়। এতে রাজশাহী মহানগরীর বিভিন্ন রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতার কারণে বিভিন্ন রাস্তা দিয়ে চলাচল করে যানবাহন চালক এবং পথচারীরা ভোগান্তির মধ্যে পড়েন। খোঁজ নিয়ে জানা গেছে, আজ মঙ্গলবার বিকেল আকাশে ঘন কালো মেঘ দেখা যায়। এরপর কিছুক্ষণের মধ্যেই শুরু হয় ভারী বৃষ্টিপাত। মহানগরের রাস্তাগুলোতে জলাবদ্ধতার কারণে পথচারী ও যানবাহন চালকদের বিপাকে পড়তে হয়। স্থানীয়দের অভিযোগ, পানি যাওয়ার ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার না করায় এমন জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পাড়া-মহল্লার ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার করলে জলাবদ্ধতা সৃষ্টি হতোনা।
|
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |