নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে বালু শ্রমিক নিখোঁজ
|
![]() রিফাত আহমেদ রাসেল, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে সাঁতরে বালু তোলার মেশিনে পাইপ লাগাতে গিয়ে ডুবে আবু বকর (২৫) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার দুপুরে সোমেশ্বরী নদীতে ড্রেজারে বালু তুলতে গিয়ে তেরিবাজার ঘাটে এই দুর্ঘটনাটি ঘটে। নিখোঁজ ওই শ্রমিক উপজেলার চন্ডীগড় ইউনিয়নের কেরনখলা গ্রামের দুলাল মিয়ার ছেলে। স্থানীয় শ্রমিকরা জানান, আজ প্রথম আবুবকর ড্রেজার মালিক ইসমাইল হোসেনের এখানে কাজ নেন। মঙ্গলবার সকাল থেকে কাজ করে দুপুরে পাড়েই সবার সাথে খেয়ে পুনরায় নদীতে নামেন। নদীতে পানি বেশি হওয়ায় সাঁতরে ড্রেজারের পাইপ নদীর তলদেশে লাগাতে গিয়ে আর উঠে আসেনি। অনেকক্ষন পর তার ফিরে আসা না দেখে অন্যান্য শ্রমিকরা মালিকিকে খবর দেন। খবর পেয়ে মালিক এসে ফায়ার সার্ভিসকে জানালে তারা প্রাথমিকভাবে খোঁজাখুঁজি করে ময়মনসিংহের ডুবুরি দলকে খবর দেয়।
|
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |