সড়ক উন্নয়ন কাজে গাজীপুরের শ্রীপুরে ৪৯ কোটি টাকার বাজেট ঘোষণা
|
![]() কানিজ ফাতেমা গাজীপুর প্রতিনিধি :-
গাজীপুরের শ্রীপুরে ৪৯ কোটি ৩৪ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে তিনটি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১১টায় সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ প্রকল্পগুলোর উদ্বোধন করেন। উপজেলা প্রকৌশলী সৈয়দ আবদুস সবুর জানান, ১৫ কোটি ৮৪ লাখ ৩৬ হাজার ২১২ টাকা ব্যয়ে শ্রীপুর থেকে রাজাবাড়ী পর্যন্ত সড়ক মেরামত ও প্রশস্তকরণ কাজ ২০২১ সালের এপ্রিলের মধ্যে শেষ হবে। আর ৩৩ কোটি ৫০ লাখ নয় হাজার ১৫২ টাকা ব্যয়ে জৈনাবাজার থেকে বাটাজোর এবং উপজেলা পরিষদ থেকে জৈনাবাজার ভায়া আবদার বাজার সড়ক মেরামত ও প্রশস্তকরণ কাজ ২০২১ সালের জুলাইয়ের মধ্যে শেষ হবে। উন্নয়ন কাজ তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আমজাদ ট্রেডার্স সম্পন্ন করার অনুমতি পেয়েছে। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শামসুল আলম প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীন, পৌর মেয়র আনিছুর রহমান, তেলিহাটি ইউপি চেয়ারম্যান আবদুল বাতেন সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুলবুল, পৌর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ।
|