বড়াইগ্রামে পোল্ট্রি ব্যবসায় লোকসান হওয়ায় কিস্তির টাকা পরিশোধে ব্যর্থ ব্যবসায়ীর আত্মহত্যা
|
![]() বুলবুল আহাম্মেদ,নাটোর প্রতিনিধিঃ-
নাটোরের বড়াইগ্রামে করোনার কারনে পোল্ট্রি ব্যবসায় লোকসান হওয়ায় ঋণের কিস্তির টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় এনজিওর চাপে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পিটার কস্তা (৪২) উপজেলার জোনাইল পারবোণী গ্রামের মৃত শিমন কস্তার ছেলে। পিটার কস্তা পোল্ট্রি ব্যবসায় লোকসান হওয়ায় দিন দিন তার ঋণের বোঝা বাড়তে থাকে, বর্তমানে ঋণ দাঁড়ায় প্রায় ২০-২৫ লক্ষ টাকা। ঋণের টাকার জন্য সবাই চাপ দিতে থাকলে এই টাকা কিভাবে পরিশোধ করবেন, বেশ চিন্তায় পড়ে যাই। এই চিন্তায় বেশ কয়েকদিন পিটার বাড়ির সবার সাথে খিটমিটে আচরণ করতে থাকে। পিটার ঋণ পরিশোধের কোন উপায় না পেয়ে সোমবার ৬ জুলাই ভোররাতে নিজ বাড়ীর গোয়াল ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলিপ কুমার দাস বলেন, প্রাথমিক ভাবে জানা গেছে পিটার কস্তা ঋণের চাপে আত্মহত্যা করেছেন। এঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
|
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |