ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে উদীচী শিল্পীগোষ্ঠীর মানববন্ধন
|
![]() লিটন বায়েজিদ, বরিশালঃ
রাষ্ট্রীয় পাটকল আধুনিকায়নের নামে বন্ধ করা, স্বাস্থ্যখাতে দুর্নীতি ও অব্যবস্থাপনা প্রতিরোধ করা এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বরিশাল নগরীর টাউনহলের সামনে ৬ জুলাই সকাল ১১ টায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলা সংসদের উদ্যোগে একটি প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করা হয়। সমাবেশে সভাপতি সাইফুর রহমান মিরন সহ বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর বরিশাল জেলা সংসদের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করার আত্মঘাতী সিদ্ধান্ত দ্রুত বাতিল করতে হবে। স্বাস্থ্যখাতে বর্তমানে যে দুর্নীতি ও অব্যবস্থাপনা বিরাজ করছে তা সঠিকভাবে প্রতিরোধ করে দ্রুত স্বাস্থ্য সেবার মান উন্নয়ন করতে হবে। পরিশেষে বক্তারা আরও বলেন বর্তমানে ডিজিটাল নিরাপত্তা আইনের নামে যেভাবে গ্রেফতার ও নিপীড়ন চালানো হচ্ছে সেটা অবিলম্বে বন্ধ করে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে।
|