বরিশালে ওয়ার্কশপ শ্রমিক নির্যাতনের আসামীদের গ্রেপ্তারের দাবিতে মনববন্ধন
|
![]() নিজস্ব প্রতিবেদক:: বরিশাল গ্রিল ওয়ার্কশপ মালিক কল্যান সমিতি ও বরিশাল জেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সদস্য মো: মিজানুর রহমানের কাছে দাবীকৃত চাদাঁর টাকা না পেয়ে পিটিয়ে মারাত্মক জখমকারী চিহ্নিত সন্ত্রাসী পলাশ চৌধুরী ও রাজিবকে গ্রেফতারের দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বরিশাল গ্রিল ওয়ার্কশপ মালিক কল্যান সমিতির সদস্যরা। আজ সকাল ১০টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে আসামীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করা হয়। এসময় উপস্থিত ছিলেন বরিশাল গ্রিল ওয়ার্কশপ মালিক কল্যান সমিতির সহ সভাপতি শ্রীবাস শাহ তোতা, সাধারণ সম্পাদক বাচ্চু দুরানী, সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান নাছিমসহ অন্যান্ন নেতৃবৃন্দ। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা সন্ত্রাসীদের আইনের আওতায় এনে বিচারের দাবী জানায়। উল্লেখ্য, হামলার ঘটনায় গত ১ জুলাই বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।
|