“সেদিনও আষাঢ় এসেছিল”
|
![]() “সেদিনও আষাঢ় এসেছিল”
মো: আবুল হোসেন
ডেপুটি জেলার,
পিরোজপুর জেলা কারাগার ।
আজিকার মত সেদিনও
প্রথম আষাঢ়ে
সারা দিনমান ঝর ঝর
ঝরেছিল বাদল ধারা
সোনা ঝরা রৌদ্রের দেখা
ছিলনা সকাল-সন্ধ্যাবেলা
জলবায়স সারাক্ষণ জলে
খেলেছিল নিখাদ খেলা।
সারা আকাশজুড়ে ছিল সাদা
কালো মেঘমালা
টুপটাপ শব্দে অবিরাম টিনের
চালে বৃষ্টির মেলা
গ্রীষ্মের দাবদাহ শেষে আকাশ
ভরা আশা নিয়ে
কদম্ব ফুলের কেশর সাজিয়ে
আষাঢ় এসেছিল মন ভরিয়ে ।
আমার তৃষ্ণার্ত হৃদয়ের গহীনে
বেঁজেছিল অনন্ত সুর
বিচ্ছেদ,বিরহের অবসান
ঘটিয়ে আত্মা সেজেছিল
শাশ্বত সুন্দর
নিশীত স্বপ্নচারিনীর মত করেছিলে আমায় নিমন্ত্রণ
আকাশভরা আষাঢ় নিয়ে
শুরু আমার ভ্রমন ।
তোমার আহ্ববানে পাগলপ্রায়
হয়ে মাঠের জলরাশি
ডিঙ্গিয়ে,ঘাসগুলো সব পায়ে
মাড়িয়ে,অবিরাম ছুটে
চলা
চারিপাশে ব্যাঙেগর ঘ্যাঙর
ঘ্যাঙর শব্দের কি
আকর্ষণ
মন হয়েছিল উচাটন ।
ইচ্ছে ছিল আমার সুপ্তি
ভাঙ্গিয়ে সেই সন্ধ্যাবেলা
তোমার সারা গায়ে বৃষ্টি
রাঙ্গিয়ে খেলবো জলখেলা।
হঠাৎ অন্ধকার ঘনিয়ে প্লাবনে
বিঘ্ন পথচলা
তুমি হয়তো
আনমনে,গৃহকোণে দাঁড়িয়ে,
সাঙ্গ করেছিলে প্রতীক্ষার পালা
আজও আকাশে আষাঢ়
আসে,প্লাবিত হয় চারিদিক
বরষা এলেই এখনও তোমায়
খুঁজে ছুটি দিগ্বিদিক ।
|
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |