শুক্রবার ৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

বিদেশফেরত কর্মহীন ও ক্ষতিগ্রস্তরা অবশেষে পেতে যাচ্ছে প্রণোদনা
প্রকাশ: ৬ জুলাই, ২০২০, ২:২৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বিদেশফেরত কর্মহীন ও ক্ষতিগ্রস্তরা অবশেষে পেতে যাচ্ছে প্রণোদনা
বরিশাল প্রেস অনলাইন ডেস্কঃ প্রাণঘাতী করোনাভাইরাস এখন বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে। যদিও বিশ্বের বেশ কিছু দেশে এই ভাইরাসের প্রভাব কিছুটা কমে গিয়েছে যেমন ইতালি আমেরিকা অর্থাৎ পশ্চিমা দেশগুলোতে এই ভাইরাসের প্রথমদিকে জোরালোভাবে লক্ষ্য করা যায় কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে সেখানে এর প্রভাব কিছুটা কমে আসে এবং সকল দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ওই সময়টাতে দেশে ফিরতে শুরু করে এবং অনেকেই কর্মহীন হয়ে পড়ে এই পরিস্থিতির কারণে এছাড়াও বিভিন্ন দেশ থেকে চাকরি চ্যুত হয়ে অনেকেই দেশে ফিরে আসেন এবং বর্তমানে তারা রয়েছেন বেশ বিপাকের মধ্যে করোনাকালে বিদেশফেরত অসহায়, ক্ষতিগ্রস্ত ও দরিদ্র কর্মীদেরকে প্রণোদনার আওতায় এনে তাদের সামাজিক সুরক্ষাসহ মানবিক সহায়তা প্রদানে জেলা ও উপজেলা প্রশাসনকে নির্দেশনা দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভার সুপারিশের প্রেক্ষিতে প্রণোদনা প্রদানের এ নির্দেশ জারি হয়েছে গত ১ জুলাই। এতে বলা হয়েছে, এপ্রিল বিদেশ ফেরত অসহায়, ক্ষতিগ্রস্ত, দরিদ্র কর্মী ও বিদেশে অবস্থানরত বাংলাদেশি কর্মীর পরিবারের সদস্যদেরকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীসহ দেশে চলমান সহায়তা কার্যক্রমের আওতায় মানবিক সহায়তা প্রদান করা হবে। এরই মধ্যে উপজেলাভিত্তিক বরাদ্দপ্রাপ্তি সাপেক্ষে মানবিক সহায়তা প্রদানের জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের নির্দেশনা প্রদান করা হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধিনস্থ জেলা কর্মসংস্থান অফিসের মাধ্যমে প্রাপ্ত তালিকার ভিত্তিতে এই সহায়তা প্রদান করা হবে। মানবিক সহায়তা পেতে ইচ্ছুক সকল বিদেশ ফেরত কর্মী ও প্রবাসী কর্মীদের পরিবারকে নিজ নিজ জেলার জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসে এবং যেসব জেলায় কর্মসংস্থান অফিস নেই, সেসব জেলার জেলা সদরে অবস্থিত টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে যোগাযোগ করার পরামর্শ দেয়া হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রীর সহকারী একান্ত সচিব মোহাম্মদ রাশেদুজ্জামান প্রেরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান এ করোনা ভাইরাসের কারণে মানুষ আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে নিজের জীবনের সুরক্ষা দিতে গিয়ে আর্থিকভাবে ভেঙ্গে পড়ছেন মানুষ।এই অবস্থা শুধু কোন নির্দিষ্ট দেশের জন্য নয় বরং গোটা বিশ্বে এই প্রভাব বেশ ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে।চলমান এই পরিস্থিতিতে স্বল্পআয়ের মানুষরা অনেক কষ্টে রয়েছেন অর্থ অভাবে মানবেতর জীবনযাপন করছে তারা আবার এরইমধ্যে যারা বিভিন্ন দেশ থেকে জীবন বাঁচাতে ছুটে এসেছেন বাংলাদেশ এবং সেখান থেকে চাকরীচ্যুত হয়ে দেশে ফিরে কর্মহীন অবস্থায় রয়েছেন প্রবাসীরা এবং নিদারুণ কষ্টে যাচ্ছে তাদের দিন




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

পুরোন সংবাদ খুজুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
Enjoy Network

সর্বাধিক পঠিত

প্রকাশক: সৈয়দ রিপন

সম্পাদক: রোমান চৌধুরী

মোবাইলঃ ০১৭১১৯৫৭২৬৩ / 09639298200

অফিস : জানুকি সিং রোড,কাউনিয়া,বরিশাল

ই-মেইলঃ barisalpress247@gmail.com

Design & Developed by
  চাপের মুখে বিমার অর্থ ছাড় না দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর   করোনার তৃতীয় ও চতুর্থ ডোজ সাময়িক বন্ধ   বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক শীতকালীন মহড়া ‘উইনটেক্স’ সমাপ্ত   বঙ্গবন্ধুর ওপর রচিত বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী   মালিতে বাংলাদেশ বিমান বাহিনীর শান্তিরক্ষা কন্টিনজেন্ট প্রতিস্থাপন   শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো শুরু   ডিজিটাল সিস্টেমে ভাষা শেখার ব্যবস্থা করে দিয়েছি: প্রধানমন্ত্রী   শান্তিরক্ষা মালি গেলেন ১৪০ পুলিশ সদস্য   নতুন শিক্ষাক্রমে সপ্তাহে ৫ দিন ক্লাস, ২ দিন বন্ধ : শিক্ষামন্ত্রী   মহামান্য রাষ্ট্রপতির সাথে মাননীয় প্রধানমন্ত্রী ও নবনির্বাচিত রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ   খানসামায় অনুমোদন ছাড়াই জৈব সার তৈরী ও বিক্রি ২০ হাজার টাকা জরিমানা   আওয়ামী লীগ দেশ ছেড়ে পালায় না: প্রধানমন্ত্রী   ডিসিদের ২৫ নির্দেশনা প্রধানমন্ত্রীর   পিতৃপরিচয়হীন সন্তানের অভিভাবক হবেন মা: হাইকোর্টের রায়   তিন দিনের সফরে যে আশ্বাস দিয়ে গেলেন বিশ্বব্যাংকের এমডি   স্বপ্নের পদ্মা সেতু দেশের মানুষের কাছে অষ্টম আশ্চর্যের মত বিসিসি মেয়র সাদিক আব্দুল্লাহ্   ভিডিও কনফারেন্সে পায়রা সমুদ্র বন্দরের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী   আতংকে সমুদ্র পাড়ের মানুষ ঘুর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় প্রস্তুত কলাপাড়া প্রশাসন   বঙ্গোপসাগরে সুস্পষ্ট গভীর নিম্নচাপঃ ৩ নম্বর সতর্কতা সংকেত জারি   বাংলাদেশে যেন খাদ্যাভাব দেখা না দেয়, সে ব্যাপারে সচেতন থাকতে হবে
error: কপি করা থেকে বিরত থাকুন !!