খাগড়াছড়ি সদর হাসপাতালের করোনা ওয়ার্ড এর বর্তমান অবস্থা – পারভেজ আলম
|
![]() কুলছুম বিনতে আরোহী খাগড়াছড়ি প্রতিনিধি:- খাগড়াছড়ি আধুনিক জেলা হাসপাতাল নিয়ে কিছু কথা বলতে চাই, বিশেষ করে বর্তমানে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে রোগীদের রাখা যে করোনা ওয়ার্ড আছে সেখানে রোগীরা কতটুকু সেবা পাচ্ছে? এবং ডাক্তার নার্স যারা আছে, তারা কতটুকু সেবা দিচ্ছে সেটাকি কেউ খবর নিচ্ছেন? আসলেই খুবই দুঃখ জনক এবং কষ্টের বিষয় কারণ আমি নিজেই করোনা ওয়ার্ডে ছিলাম আমিই জানি কতটুকু সেবা দিচ্ছে করোনা ওয়ার্ডে থাকা রোগীদের আমি যে ধরনের সেবা দেখেছি এবং পেয়েছি, তা আমি বলে বুঝাতে পারবোনা, আমার কথা হচ্ছে, করোনা ওয়ার্ডে যদি রোগী নিয়ে যায় তারাকি আসলেই পঁচে যায়? ডাক্তার নার্সদের কি ঐ করোনা ওয়ার্ডে প্রবেশ করা নিষেধ , শুধু ২৪ ঘন্টার মধ্য সকাল ১০ টার দিকে একজন ডাক্তার গিয়ে খোঁজ খবর নিতে আসে শুধুমাএ ৫ মিনিটের জন্য, আর কোন খবর নাই, আর যদি রোগীর কোন সমেস্যা দেখা দেয় তাহলে রোগী নিজেই গিয়ে ডাক্তার কে বলে, আমার এ সমেস্যা হচ্ছে, তাও আবার প্রায় ১৫/২০ ফুট দুরত্ব রেখে বলতে হয় তারপর ডাক্তার বলে সকালে ডাক্তার আসলে আপনার কি কি সমস্যা তা বলবেন, আপাতত কিছু ঔষধ পাঠিয়ে দিচ্ছি আপনি যান। ১০ মিনিট পর একটা আওয়াজ আসে, অমুক কে, তখন রুমথেকে আওয়াজ দেই আমি। তখন বলে ঐ খানে দাড়ান এ ঔষধ গুলো, এ,এ সময় খাবেন, এ বলে ঔষধ গুলো ছুরে মারে, তা না হলে ২০/২৫ ফুট দুরে রেখেদিয়ে বলে, এগুলো নিয়ে জান। আসলেই তখন খুবই খারাপ লাগে নিজেকে, যাইহোক, মাথাটা নিচু করে ঔষুধ গুলো নিয়ে রুমে ঢুকি, তারপর আমার আশেপাশে থাকা রোগীগুলো আমাকে হেঁসে হেঁসে বলে কেনো আসছেন এখানে, বাসায় থেকে চিকিৎসা নিতেন, এখানে মানুষ আসে, যত তাড়াতাড়ি পারেন এখান থেকে চলে যাওয়ার ব্যবস্থা করেন, আমরা পুলিশের চাকরি করি বলে এখানে আছি, বাড়ি যদি এখানে হতো তাহলে অনেক আগেই চলে যেতাম। এ হলো খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের করোনা ওয়ার্ডের অবস্থা। খাগড়াছড়ি পৌরসভার মাননীয় মেয়র মহোদয়কে এ বিষয়টি নিয়ে দেখার জন্য বিশেষ ভাবে অনুরোধ রইল।
|
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |