মঙ্গলবার ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন, পুলিশ কর্তৃক পুলিশের সেবা ও মহত্ব
প্রকাশ: ৫ জুলাই, ২০২০, ৭:৩১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন, পুলিশ কর্তৃক পুলিশের সেবা ও মহত্ব
শফিউর রহমান কামাল :-  আজ আমার জীবনের বাস্তব একটি কাহিনী সকলকে শোনাবো। যে কাহিনী আমাকে দিয়েছে গর্বিত পেশার নির্ভেজাল আস্বাদন ও আত্মতৃপ্তি। একই সাথে সেই মহান পুলিশ কর্মকর্তাদের উদার ও মানবিক কর্মকাণ্ডে তাদের প্রতি অকৃত্রিম শ্রদ্ধায় আমার মস্তক অবনত হয়েছে। আমি বিশ্বাস করি সম্পদ মানুষকে সাময়িক সুখ দিলেও স্থায়ী প্রশান্তি দিতে পারে না। একজন মানুষের উদার ও মহানুভব কর্মকাণ্ড অপরজনকে স্থায়ীভাবে প্রকৃত প্রশান্তি দিতে পারে। আমি আজ সেই প্রাকৃতিক প্রকৃত প্রশান্তির নির্যাস গ্রহণের সুযোগ পেয়েছি মহান দুই পুলিশ কর্মকর্তাদের মহান কর্মকাণ্ডে। আমি এস আই ( নিঃ) তাপস চন্দ্র গুহ বর্তমানে পটুয়াখালী কোর্ট পুলিশ কার্যালয়ে সি এস আই হিসেবে কর্মরত আছি। গত ইং ৩১/০১/২০১৯ তাং আমি বরিশাল শহরের oppo মোবাইল শোরুম থেকে 0ppo f 11 pro মডেলের মোবাইল হ্যান্ডসেট টি ৩৬৯৯০ টাকায় কিনে নিজে ব্যবহারের জন্য নিজের ০১৭১৫০৮২৯৪৬ নম্বরের সিমটি ব্যবহার শুরু করি। গত ইং ২৪/০৩/২০২০ তাং সন্ধ্যা অনুমান ০৬.১৫ মিঃ সময় আমি ঝালকাঠি সাক্ষী দেওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে পটুয়াখালী কোর্ট হতে সড়ক পথে রওনা দেই, যখন উক্ত মোবাইল সেটটি আমার প্যান্টের পিছনের পকেটে ছিল। লেবুখালী ফেরিঘাট পৌঁছে মোটরসাইকেল থেকে নেমে পকেটে হাত দিয়ে দেখি, আমার উক্ত মোবাইল সেটটি নেই,যা পথিমধ্যে যেকোনো স্থানে হারিয়ে গেছে। ভারাক্রান্ত মন নিয়ে পুনরায় পটুয়াখালী শহরের এসে সম্ভাব্য সকল স্থানে উক্ত মোবাইল সেটটি তন্ন তন্ন করে খোঁজাখুঁজি করেও ব্যর্থ হই। অতঃপর পটুয়াখালী সদর থানায় গিয়ে আইনি সহায়তার জন্য একটি জিডি করি যাহার জিডি নাম্বার -১২৩৬ তাং ২৪/০৩/২০২০ ইং। অতঃপর মোবাইল সেট পাওয়ার আশা প্রায় ছেড়ে দিয়েই আমি নিরাস মনে ঝালকাঠি সাক্ষ্য প্রদানের উদ্দেশ্যে পুনরায় রওনা দেই। এরপর বিভিন্ন পেশাগত দায়িত্ব পালনের কারণে অত্যাধিক ব্যস্ত সময় অতিবাহিত করিয়া হারানো মোবাইল সেটটি পাওয়ার আশা ছেড়ে দিয়ে অন্য আরেকটি মোবাইল সেট কিনে ব্যবহার শুরু করি। পেশাগত ব্যস্ততার কারণে হারানো মোবাইল সেটটি কথা প্রায় ভুলেই যাই। হঠাৎ আজ সকাল ১০.০০ মিঃ সময় জনাব মোঃ মুকিত হাসান খান ,অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল ,পটুয়াখালী মহোদয় আমাকে ফোন দিয়ে জানান যে ,আপনার যে সেটটি হারিয়েছে ,তার কেনার মেমো সহ আমার অফিসে আসেন। আমি ফোনে কথা বলা শেষে বাকরুদ্ধ হয়ে তাৎক্ষণিক মোবাইল সেট কেনার মেমো নিয়ে সদর সার্কেল পটুয়াখালী মহোদয়ের অফিসে হাজির হয়ে মোবাইল সেট কেনার মেমোটি স্যারের নিকট উপস্থাপন করিলে স্যার মেমোটি ভালো ভাবে বিশ্লেষণ করে আমাকে আমার হারানো মোবাইল সেটটি হাতে দিয়ে বললেন, এটা কি আপনার সেট হারানো মোবাইল সেট। আমি মোবাইল সেটটি ভালোভাবে দেখে স্যারকে বললাম, হ্যাঁ স্যার, এটিই আমার সেই হারানো সেট। তখন সদর সার্কেল স্যার মোবাইল সেটটি উদ্ধারের বিস্তারিত বিভিন্ন বাধা-বিপত্তির কাহিনী আমাকে জানালেন ।আমি আমার হারানো মোবাইল উদ্ধার এর কাহিনী বিস্তারিত শুনে বাকরুদ্ধ হয়ে অনুধাবন করলাম যে,এই মোবাইল উদ্ধারের সম্পূর্ণ কৃতিত্ব আমাদের পটুয়াখালী জেলার আমার সুযোগ্য অভিভাবক ও পটুয়াখালী জেলা পুলিশ সুপার মাননীয় জনাব মোঃ মঈনুল হাসান পিপিএম মহোদয় ও জনাব মোঃ মুকিত হাসান খান ,অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল,পটুয়াখালী মহোদয়দের। যে মোবাইল সেটিটি পাওয়ার প্রত্যাশা আমার বিন্দু মাত্র ছিলনা। দুজন মহান পুলিশ কর্মকর্তা মহানুভবতায় আমি আমার হারানো মোবাইল সেটটি বিনাকষ্টে প্রায় চার মাস পরে ফিরে পেলাম। হারানো মোবাইল সেটটি পেয়ে যতটুকু না আত্মতৃপ্তি পেয়েছি, তার থেকে অনেক বেশি আত্মতৃপ্তি পেয়েছি মহান দুজন পুলিশ কর্মকর্তাদের মহান কর্মকাণ্ডে। এমন মহান পুলিশ কর্মকর্তাদের নিয়ন্ত্রণে কাজ করতে পেরে আমি সত্যিই গর্বিত ও কৃতজ্ঞ। তাই আমি আমার সম্মানিত মহান স্যারদের দীর্ঘায়ু কামনা করি।বাংলাদেশ পুলিশ চাকরি করতে পেরে আমি নিজেকে আরও গর্বিত বোধ করছি। এখন বাংলাদেশে পুলিশ অনেক মানবিক, বিবেকবান, আধুনিক, স্বচ্ছ, ন্যায় পরায়ণ ও জাতির আস্থার নির্ভরতার প্রতীক এবং মানব কল্যাণে নিজেদের জীবন উৎসর্গকারী একটি প্রতিষ্ঠান। এছাড়া অপ্রত্যাশিতভাবে আগত প্রাণ হত্যাকারী করোনাভাইরাস এর কারণে বাঙালি জাতি পুলিশের সর্বোচ্চ ত্যাগের উপমা দেখে নিশ্চয়ই বাংলাদেশ পুলিশের ত্যাগের মাত্রার বিষয় উপলব্ধি করছে। অন্তরের অন্তস্থল থেকে অসংখ্য ধন্যবাদ ও স্যালুট জানাই সুযোগ্য , ন্যায় পরায়ণ ও মহান আমার অভিভাবক মাননীয় পুলিশ সুপার ,পটুয়াখালী মহোদয় কে এবং অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল পটুয়াখালী মহোদয় কে। পরিশেষে আমার হারানো মোবাইল উদ্ধার গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী আরো একজন পুলিশ কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা না জানালে নিজের বিবেকের কাছে অভিযুক্ত থাকিব। যিনি হলেন আমার অত্যন্ত প্রিয় ও ঘনিষ্ঠ ব্যাসমেট ও বন্ধু নাসিম আহমেদ,ওসি, ,পাবনা সদর থানা, পাবনা। ধন্যবাদ বন্ধু নাসিমকে,অসংখ্য ধন্যবাদ। সংশ্লিষ্ট ছবিগুলো সংযুক্ত করে দিলাম। বাংলাদেশ চিরজীবী হোক ও সকলে ভালো থাকুক। করোনা নিপাত যাক। এই কামনা করি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

পুরোন সংবাদ খুজুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
Enjoy Network

সর্বাধিক পঠিত

প্রকাশক: সৈয়দ রিপন

সম্পাদক: রোমান চৌধুরী

মোবাইলঃ ০১৭১১৯৫৭২৬৩ / 09639298200

অফিস : জানুকি সিং রোড,কাউনিয়া,বরিশাল

ই-মেইলঃ barisalpress247@gmail.com

Design & Developed by
  চাপের মুখে বিমার অর্থ ছাড় না দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর   করোনার তৃতীয় ও চতুর্থ ডোজ সাময়িক বন্ধ   বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক শীতকালীন মহড়া ‘উইনটেক্স’ সমাপ্ত   বঙ্গবন্ধুর ওপর রচিত বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী   মালিতে বাংলাদেশ বিমান বাহিনীর শান্তিরক্ষা কন্টিনজেন্ট প্রতিস্থাপন   শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো শুরু   ডিজিটাল সিস্টেমে ভাষা শেখার ব্যবস্থা করে দিয়েছি: প্রধানমন্ত্রী   শান্তিরক্ষা মালি গেলেন ১৪০ পুলিশ সদস্য   নতুন শিক্ষাক্রমে সপ্তাহে ৫ দিন ক্লাস, ২ দিন বন্ধ : শিক্ষামন্ত্রী   মহামান্য রাষ্ট্রপতির সাথে মাননীয় প্রধানমন্ত্রী ও নবনির্বাচিত রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ   খানসামায় অনুমোদন ছাড়াই জৈব সার তৈরী ও বিক্রি ২০ হাজার টাকা জরিমানা   আওয়ামী লীগ দেশ ছেড়ে পালায় না: প্রধানমন্ত্রী   ডিসিদের ২৫ নির্দেশনা প্রধানমন্ত্রীর   পিতৃপরিচয়হীন সন্তানের অভিভাবক হবেন মা: হাইকোর্টের রায়   তিন দিনের সফরে যে আশ্বাস দিয়ে গেলেন বিশ্বব্যাংকের এমডি   স্বপ্নের পদ্মা সেতু দেশের মানুষের কাছে অষ্টম আশ্চর্যের মত বিসিসি মেয়র সাদিক আব্দুল্লাহ্   ভিডিও কনফারেন্সে পায়রা সমুদ্র বন্দরের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী   আতংকে সমুদ্র পাড়ের মানুষ ঘুর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় প্রস্তুত কলাপাড়া প্রশাসন   বঙ্গোপসাগরে সুস্পষ্ট গভীর নিম্নচাপঃ ৩ নম্বর সতর্কতা সংকেত জারি   বাংলাদেশে যেন খাদ্যাভাব দেখা না দেয়, সে ব্যাপারে সচেতন থাকতে হবে
error: কপি করা থেকে বিরত থাকুন !!