পঞ্চগড়ের তেঁতুলিয়ার সীমান্ত এলাকা থেকে ভারতীয় ২৮টি গরু উদ্ধার
|
![]() মামুনুর রশীদ, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলার নন্দন গছ সীমান্ত এলাকা থেকে ২৮টি ভারতীয় ছোট, বড় গরু উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, গরুগুলো অবৈধভাবে চোরাই পথে বাংলাদেশে আনা হয়েছে। শনিবার(০৪ জুলাই) বিকেলে উপজেলার দেবনগর ইউনিয়নের ভারতীয় সীমান্ত ঘেষা নন্দন গছ গ্রামের শীবচন্ডী নামক স্থান থেকে গরুগুলো উদ্ধার করা হলেও চোরাকারবারিদের কাউকে আটক করতে পারেনি পুলিশ। গরুগুলোর আনুমানিক মুল্য ৭ লক্ষ টাকা হবে। তেঁতুলিয়া মডেল থানার ওসি (ভারপ্রাপ্ত) আবু সাঈদ চৌধুরী বলেন, চোরাই পথে ভারতীয় গরু এনে শীবচন্ডী এলাকায় বেঁধে রাখা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই এলাকার বিভিন্ন স্থান থেকে ছোট বড় ২৮ টি ভারতীয় গরু উদ্ধার করা হয়। গরুগুলো এখন থানা হেফাজতে রয়েছে। চোরাকারবারিদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। কোরবানির পশুর হাটে গরুগুলো বিক্রয় হতো এমনটি ধারনা করছেন পুলিশ। এ কারনে সীমান্ত এলাকায় চোরা কারবারিরা সক্রিয় হতে শুরু করেছে।
|
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |