নাটোর সদরে সুবিধা বঞ্চিত নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের মাঝে অনুদানের চেক বিতরণ
|
![]() বুলবুল আহাম্মেদ,নাটোর প্রতিনিধিঃ নাটোর সদরে ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৮৩ জন নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের মাঝে ১৬ লাখ ৯০ হাজার টাকা অনুদানের চেক প্রদান শুরু করা হয়েছে। আজ শনিবার নাটোর সদর উপজেলা মিলনায়তনে সরকারি অনুদান বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন নাটোর-২( সদর- নলডাঙ্গা) সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল । বক্তারা বলেন,সুবিধা বঞ্চিত নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের মানবেতর জীবন যাপনের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর দূরদৃষ্টির বিবেচনা বোধ থেকে করোনাকালীন সময়ের জন্যে তাদেরকে আর্থিক অনুদান প্রদান করেছেন। অনুদান প্রদানের এই ধারাবাহিক কার্যক্রমের মধ্য দিয়ে সরকার এমপিওভ‚ক্তির অপেক্ষায় থাকা প্রতিষ্ঠানগুলোকে এমপিও প্রদান করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জজ কোর্টের পিপি এডভোকেট সিরাজুল ইসলাম, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু, দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, উপদপ্তর সম্পাদক প্রভাষক আকরামুল ইসলাম প্রমুখ। পরে ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে প্রতি শিক্ষককে ৫ হাজার এবং প্রতি কর্মচারীকে ২৫০০টাকা করে মোট ১৬লাখ ৯০হাজার অনুদান বিতরণ করেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
|
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |